বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ , ৩ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

২৯ বলে সেঞ্চুরি করে ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন ম্যাকগার্ক

ক্রীড়া ডেস্ক ৮ অক্টোবর , ২০২৩, ১৩:৫০:৪৩

456
  • ছবি: ইন্টারনেট

ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। যা এতোদিন লিস্ট 'এ' ক্রিকেটেও রেকর্ড ছিল। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটারের রেকর্ডটা এবার ভেঙে দিয়েছেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।

রবিবার তাসমানিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট মার্শ কাপে রীতিমতো টর্নেডো বইয়ে দিয়েছেন ম্যাকগার্ক। মাত্র ২৯ বলে সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। যা লিস্ট 'এ' ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। যা আগে ডি ভিলিয়ার্সের দখলে ছিল ৩১ বলে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ১৪৯ রানের ইনিংস খেলার পথে এই কীর্তি গড়েছিলেন ডি ভিলিয়ার্স।

তাসমানিয়ার বিপক্ষে টস হেরে রবিবার ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৩৫ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে তাসমানিয়া। জবাবে তাণ্ডব শুরু করে সাউথ অস্ট্রেলিয়াও। ৩৮ বলে ১০ চার ও ১৩ ছক্কায় ১২৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন ম্যাকগার্ক। পেশাদার ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি। আর প্রথম সেঞ্চুরিতেই বিশ্বরেকর্ড! 

সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলার পর তাসমানিয়া পেসার স্যাম রেইনবার্ডের এক ওভারে ৪ ছক্কা ও দুই চারে ৩২ রান নেন ম্যাকগার্ড।  পরে   চার-ছক্কার বৃষ্টিতে ইনিংসের নবম ওভারেই তিন অঙ স্পর্শ করেন এই ওপেনার। ১২তম ওভারে ম্যাকগার্ককে থামিয়ে সাউথ অস্ট্রেলিয়ার ১৭২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন প্যাট্রিক ডুলি। এরআগে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডেতে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল লুক রনকির (৫১ বলে)।

সাউথ অস্ট্রেলিয়া অবশ্য সম্ভাবনা জাগিয়েও ম্যাচটা জিততে পারেনি। ৪৬.৪ ওভারে ৩৯৮ রানেই গুটিয়ে গেছে তারা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন