সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

মিরাজ-সাকিব-শান্ত’র পারফরমেন্সে উড়ন্ত শুরু বাংলাদেশের

শামীম চৌধুরী ৭ অক্টোবর , ২০২৩, ১৭:১৫:৫৩

468
  • রানের জন্য দৌড়াচ্ছেন শান্ত-মিরাজ। ছবি-ক্রিকইনফো

আফগানিস্তান : ১৫৬/১০ (৩৭.২ ওভারে)

বাংলাদেশ : ১৫৮/৪ (৩৪.৪ ওভারে)

ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)।

দেশে প্রতিনিয়ত গুলি-বোমার আওয়াজ শোনা যায় বলে আন্তর্জাতিক ক্রিকেটে যাযাবর আফগানিস্তান শুরুতে ভারতকে পেয়েছে পাশে। এক সময় ধর্মশালা ছিল আফগানিস্তানের হোম। এখানেই টেন্ট করে দ্বি-পাক্ষিক হোম সিরিজ খেলেছে আফগানিস্তান।

আফগানদের সেই চেনা ভেন্যুতে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাদের বিপক্ষে অবতীর্ণ হওয়ার আগে ছিল কিছুটা শঙ্কাও। তিন মাস আগে চট্টগ্রামে ওডিআই সিরিজে আফগানিস্তানের কাছে ১-২এ হেরে যাওয়ার অতীতটাও বাংলাদেশকে করেছে সতর্ক।

তবে বিশ্বকাপে আফগানদের বিপক্ষে ৮ বছর আগে একমাত্র ম্যাচে জয়ের অতীত থেকে টনিক নিয়েছে সাকিবরা। অফ স্পিনার মিরাজের অলরাউন্ড পারফরমেন্স (৩/২৫ ও ৫৭),  বাঁ হাতি স্পিনার সাকিবের (৩/৩০) বোলিং এবং বিশ্বকাপে শান্ত’র দুর্দান্ত অভিষেকে (৮৩ বলে ৫৯ )  ৯২ বল হাতে রেখে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণে এদিন, সাধ্যমত চেষ্টা করেছেন বাংলাদেশ বোলাররা। ব্যাটিং পাওয়ার প্লে (৫০/১) ছাড়া আফগান ব্যাটারদের স্বাচ্ছন্দে ব্যাটিংয়ের সুযোগ দেননি বাংলাদেশ বোলাররা। ৩ পেসার, ২ স্পিনারের কম্বিনেশনে এদিন, স্পিনারদের পারফরমেন্স ছিল এগিয়ে। 

বিশ্বকাপে ৩০ ম্যাচে ১১৪৬ রানের পাশে ৩২ উইকেট নিয়ে অমরত্বের পথে ছিলেন বাঁ হাতি স্পিনার সাকিব আল হাসান। বিশ্বকাপে সর্বকালের সেরা অলরাউন্ড পারফরমেন্সের পর এই আসরটি তার জন্য শুধু নিজেকে ছাড়িয়ে যাওয়া। সেই অভীষ্ট লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেছেন। ধর্মশালায় তিনটি স্পেলেই দেখেছেন উইকেটের মুখ।

প্রথম স্পেলে (২-০-৮-১) দিয়েছেন ব্রেক থ্রু। ৪৭ রানে বিচ্ছিন্ন করেছেন ওপেনিং জুটি। তার লোভনীয় ফাঁদে পা দিয়ে সুইপ করতে যেয়ে ইব্রাহিম জাদরান (২৫ বলে ২২) দিয়েছেন স্কোয়ার লেগে ক্যাচ। দ্বিতীয় স্পেলে (৩-০-৭-১) রাহমাত শাহ সিলি মিড অফে দিয়েছেন ক্যাচ (২৫ বলে ১৮)। তৃতীয় স্পেলে (৩-০-১৫-১) নাজিবুল্লাহ জাদরানকে বোল্ড আউটে (১৩ বলে ৫) দিয়েছেন ফিরিয়ে।

এই আসরে নিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে বিশ্বকাপে সাকিবের উইকেট সংখ্যার সমস্টি এখন ৩৬।  শন টেইট, ইমরান খান, ব্রাড হগ, ব্রেট লি, ওয়াহাব রিয়াজকে টপকে এখন তিনি ভেট্টরি, ওরামের পাশে। 

সাকিবের দিনে অফ স্পিনার মিরাজ নিজেকে মেলে ধরেছেন। এই অফ স্পিনারকে শুরু থেকেই খেলতে অস্বস্তি প্রকাশ করেছে আফগানিস্তান ব্যাটাররা। মিরাজের বোলিং ছিল মিতব্যয়ী (৯-৩-২৫-৩)। তার প্রথম স্পেলটি  (৭-২-১৯-১) এক কথায় অসাধারণ। দ্বিতীয় স্পেলটি উইকেট টেকিং (২-১-২৫-২)। বাঁ হাতি পেসার শরিফুল প্রথম দুটি স্পেলে (২-০-১২-০ও ২-০-১৭-০) মার খেলেও শেষ স্পেলে (২.২-১-৫-২) আফগান টেল এন্ডারদের দিয়েছেন কাঁপিয়ে।

সবচেয়ে বড় উইকেটটি  এদিন, পেয়েছেন মোস্তাফিজ। উইকেটে পাহাড় হয়ে দাঁড়ানো আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজকে (৬২ বলে ৪ চার, ১ ছক্বায় ৪৭ রান) স্লোয়ার ডেলিভারিতে খেলতে প্রলুব্ধ করে ডিপ কভারে ক্যাচ দিতে বাধ্য করেছেন। তাসকিনও খালি হাতে থামেননি। মোহাম্মদ নবীকে করেছেন বোল্ড (১২ বলে ৬)।

জয়ের জন্য ১৫৭ রানের টার্গেটটা দুরূহ হতে বসেছিল। ওপেনার তানজিদ হাসান তামিম (১৩ বলে ৫) রান আউটে কাটা পড়লে এবং লিটন ফজল হক ফারুকির বলে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে বোল্ড আউটে থামলে (১৮ বলে ১৩) দুশ্চিন্তা ভর করে। তবে এই প্রথম তিন নম্বরে ব্যাট করতে নেমে মিরাজ দিয়েছেন পরিস্থিতি সামাল।

বয়সভিত্তিক দল থেকে বন্ধুত্ব গড়ে ওঠা শান্তকে পেয়ে নিজেদের মধ্যে বোঝাপড়াটা জানিয়ে দিয়েছেন এই দু’জন ১২৯ বলে ৯৭ রানের পার্টনারশিপে। দুই বন্ধু পেয়েছেন বিশ্বকাপে নিজেদের অভিষেক ফিফটি। গত বিশ্বকাপে ৭ ইনিংসে ফিফটিহীন কাটানো মিরাজ এবার প্রথম ম্যাচে ৫৮ বলে উদযাপন করেছেন ফিফটি।

১৬ রানের মাথায় ফজল হক ফারুকির বলে পয়েন্টে নাজিবুল্লাহ জাদরানের হাত থেকে বেঁচে যাওয়া মিরাজ থেমেছেন ৫৭ রানের মাথায়। রাহমাত শাহ'র বলে মিড অফে ক্যাচ দিয়ে থেমেেছেন তিনি। তবে ৭৩ বলে ৫ বাউন্ডারিতে ৫৭ রানের ইনিংসে অলরাউন্ডার পরিচয়ে দিয়েছেন মিরাজ উপস্থিতি। 

ফর্মের তুঙ্গে থাকা শান্ত বিশ্বকাপে নিজের অভিষেকে সতর্ক ব্যাটিংয়ে ফিফটি উদযাপন করেছেন। ৮০ বলে ১ বাউন্ডারি, ১ ছক্বায় ওডিআই ক্যারিয়ারে ৫ম ফিফটি উদযাপনের ইনিংসটি টেনে নিয়েছেন ৮৩ বলে ৫৯ পর্যন্ত।এটি তার টানা ৪র্থ ফিফটি (১ সেঞ্চুরি, ৩ ফিফটি)। এশিয়া কাপে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের ইনিংসে শুরু হয়েছে শান্ত’র নতুন অধ্যায়।পরের ম্যাচে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ উইনিং ১০৪, হোমে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৭৬’র পর ধর্মশালায় বিশ্বকাপে নিজের অভিষেকে ৫৯*! 

নাভিন উল হককে পর পর ২টি বাউন্ডারিতে ফিনিশার শান্ত। এমন দিনে জয়ের উষালগ্নে আজমতউল্লাহ’র বলে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়েছেন (১৯ বলে ১৪)। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন