শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ব্যাটিং না করেই স্বর্ণপদক ভারতের

স্পোর্টস ডেস্ক ৭ অক্টোবর , ২০২৩, ১৬:৩৪:০৬

322
  • স্বর্ণপদক জয়ের আনন্দে ভারত ক্রিকেট দল। ছবি-ক্রিকইনফো

আফগানিস্তান : ১১২/৫ (১৮.২ ওভারে)

ভারত : ব্যাট করেনি।

ফল : পরিত্যক্ত।

র‍্যাঙ্কিংয়ে ভারত বেশ ক'ধাপ এগিয়ে।এশিয়ান গেমসে প্রথমবারের মতো ক্রিকেট ডিসিপ্লিনে অংশ নিয়ে প্রতিটি ম্যাচ জিতেছে তারা বড় ব্যবধানে।তার পুরস্কারই পেয়েছে ভারত।ফাইনালে হানজুং এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে বৃষ্টি বাধায় ভারত ব্যাট করতে পারেনি।

 বৃষ্টি আইনে ম্যাচের ফল নিষ্পত্তির জন্য ৫ ওভারের ব্যাটিংয়ের যে বিধান আছে, তার সুযোগ পায়নি তারা। তারপরও পরিত্যক্ত ফাইনালে সেরা বাছাই হিসেবে এশিয়ান গেমসে খেলতে এসেছে বলে স্বর্ণপদক দেয়া হয়েছে ভারতকে। 

প্রথমে ব্যাট করে শহিদুল্লাহ'র ৪৩ বলে ৩ চার, ১ ছক্কায় ৪৯ এবং আফসার জাজাই-এর ২০ বলে ১৫ রানে আফগানিস্তানের স্কোর যখন ১৮.২ ওভার শেষে ১১২/৫, তখন মুষলধারে বৃষ্টি এলে স্থগিত হয় ম্যাচটি। এর পর আর একটি বলও গড়ায়নি।

তবে বৈরী আবহাওয়া নিয়ে দু্শ্চিন্তা  করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের আইন অনুযায়ী পরিত্যক্ত ম্যাচে ভারতকে বিজয়ী  ঘোষণা করা হয়েছে। মেয়েদের পর ভারতের ছেলেরাও ক্রিকেট থেকে অর্জন করলো স্বর্ণপদক।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন