শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

হারিস-হাসানে নেদারল্যান্ডস বাধা পেরুলো পাকিস্তান

শামীম চৌধুরী ৬ অক্টোবর , ২০২৩, ২২:০১:১৫

452
  • হারিস রউফের উইকেট উৎসব। ছবি-ক্রিকইনফো

পাকিস্তান : ২৮৬/১০ (৪৯.০ ওভারে)

নেদারল্যান্ডস :২০৫/১০ (৪১.০ ওভারে)

ফল : পাকিস্তান ৮১ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : সউদ শাকিল (পাকিস্তান)।

আইসিসির ওডিআই র‍্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে থেকে ১০ দলের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনটাই তাদের বড় কথা। বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডকে টপকে মূল পর্বে নেদারল্যান্ডস শুরুতেই ভাল ঝাঁকুনি দিয়েছে পাকিস্তানকে। 

হায়দারাবাদে এদিন পেস অলরাউন্ডার বাস ডি লিডি শো দেখেছে বিশ্ব। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার বিশ্বকাপে নিজের অভিষেকে ৪ উইকেটের (৪/৬২) পাশাপাশি করেছেন হাফ সেঞ্চুরি (৬৮ বলে ৬ চার, ২ ছক্কায় ৬৭)।

তবে পাকিস্তান ক্রিকেট দলের অভিজ্ঞতার কাছে তার এই অলরাউন্ড পারফরমেন্স ম্লান হয়েছে। ৫৪ বল হাতে রেখে ৮১ রানের বিশাল ব্যবধানে জিতে এবারের বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। 

হায়দারাবাদের আতিথ্যে মুগ্ধ হলেও ব্যাটে সেই আতিথেয়তার অভিনন্দন জানাতে পারেননি বাবর এন্ড কোং। নেদারল্যান্ডসের মতো দুর্বল প্রতিপক্ষকে পেয়েও রান পাহাড়ে চাপা দিতে পারেনি।

ব্যাটিং পাওয়ার প্লে এবং শেষ পাওয়ার প্লে'র ব্যাটিংটা হয়নি প্রত্যাশিত। ডাচ পেসার বাস ডি লিডি (৪/৬২ ) এবং অফ স্পিনার অ্যাকারম্যানের (২/৩৯) বোলিংয়ে ৫০ ওভার পার করতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে থেমেছে ২৮৬/১০তে।

ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ব্যাটটা সেভাবে চওড়া করতে পারেনি পাকিস্তান। ব্যাটিং পাওয়ার প্লে'র প্রথম ১০ ওভারে স্কোরশিটে ৪৩ উঠতে হারিয়েছে পাকিস্তান ৩ উইকেট। শেষ পাওয়ার প্লে-তে ৫৯ রান যোগ করে হারিয়েছে ৪ উইকেট।

পেসার বাস ডি লিডি প্রথম স্পেলে উইকেটহীন কাটিয়ে (৩-০-১৭-০) রিদম ফিরে পেয়েছেন দ্বিতীয় (২-০-১৭-২) এবং তৃতীয় (৪-০-২৮-২) স্পেলে।

দ্বিতীয় স্পেলে ১ ওভারে ফিরিয়ে দিয়েছেন রিজওয়ান (৭৫ বলে ৮ বাউন্ডারিতে ৬৮) এবং ইফতিখারকে (১১ বলে ৯)। তৃতীয় স্পেলে পর পর ২ বলে ফিরিয়ে দিয়েছেন সাদাব খান (৩৪ বলে ৩২) এবং হাসান আলীকে (১ বলে ০)। দুটি স্পেলেই তার প্রথম উইকেট বোল্ড! ক্রস খেলতে যেয়ে রিজওয়ান হয়েছেন বোল্ড। সাদাবও একই পরিণতির শিকার।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪র্থ ওভারে ফন বিকের বলে ফখর জামান দিয়েছেন রিটার্ন ক্যাচ (১৫ বলে ১২)।রানের জন্য ধুঁকতে থাকা বাবর আজম অ্যাকারম্যানকে পুল করতে যেয়ে মিড উইকেটে দিয়েছেন ক্যাচ (১৮ বলে ৫)। ম্যাকরিনের প্রথম ডেলিভারিতে ইমাম উল হক ডিপ ফাইন লেগে দিয়েছেন ক্যাচ (১৯ বলে ১৫)।

স্কোরশিটে ৩৮ উঠতে ৩ টপ অর্ডার হারিয়ে ৪র্থ উইকেট জুটিতে সউদ শাকিল-রিজওয়ান ১১৪ বলে ১২০ রান যোগ করে বড় স্কোরে নেদারল্যান্ডসকে চাপা দেয়ার আবহ দিয়েছিলেন। দু'জনেই ফিফটি উদযাপন করেছেন। তবে ডাট এর দ্বিতীয় স্পেলের প্রথম বলে সুইপ করতে যেয়ে সউদ শাকিল মিড উইকেটে ক্যাচ দিলে (৫২ বলে ৯ বাউন্ডারি, ১ ছক্কায় ৬৮) ছন্দপতন ঘটে। তাকে হারিয়ে দায়িত্বটা নিতে পারেননি রিজওয়ান, সাদাবরা।

নেদারল্যান্ডসের মতো ওডিআই র‍্যাঙ্কিংয়ে নিচের সারির দলকে ২৮৭ রানের চ্যালেঞ্জ দেয়াটা পাকিস্তানের জন্য যথেষ্ঠ। দুই পেসার হারিস রউফ (৩/৪৩)-হাসান আলীর (২/৩৩) বোলিংয়ে ৫৪ বল হাতে রেখে ৮১ রানে জিতে এবারের বিশ্বকাপ শুরু  করেছে নেদারল্যান্ডস।

তৃতীয় উইকেট জুটিতে বিক্রমজিৎ-বাস ডি লিডি ৭৬ বলে ৭০ রান যোগ করে পাকিস্তানকে কিছুটা দুর্ভাবনায় ফেলে দিয়েছিলেন। তবে ফিফটির পর সাদাব খানকে পুল করতে যেয়ে ডিপ মিড উইকেটে বিক্রমজিৎ (৬৭ বলে ৪ চার, ১ ছক্কায় ৫২) ক্যাচ দিলে ছন্দপতন হয় নেদারল্যান্ডসের। দ্বিতীয় স্পেলের তৃতীয় ওভারে হারিস রউফ নিদামারুনু (৯ বলে ৫) এবং স্কট এডওয়ার্ডসকে (২ বলে ০) ফিরিয়ে দিলে জয়ের আবহ পায় পাকিস্তান। মোহাম্মদ নেওয়াজের বলে বাস ডি লিডি বোল্ড হলে (৬৮ বলে ৬ চার, ২ ছক্বায় ৬৭) ম্যাচ থেকে ছিটকে পড়ে নেদারল্যান্ডস। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন