মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯ , ২৮ শাবান ১৪৪৪

খেলা
  >
ক্রিকেট

সাকিব-ইফতিখারের পার্টনারশিপে বিশ্বরেকর্ড, বরিশালের উৎসব

শামীম চৌধুরী ১৯ জানুয়ারি , ২০২৩, ২২:৪০:৩৩

228
  • ম্যান অব দ্য ম্যাচ ইফতেখার। ছবি-বিসিবি

ফরচুন বরিশাল : ২৩৮/৪ (২০.০ ওভারে)

রংপুর রাইডার্স : ১৭১/৯ (২০.০ ওভারে)

ফল : ফরচুন বরিশাল ৬৭রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : ইফতিখার (ফরচুন বরিশাল)।

বৃহস্পতিবার রাতে সাকিব-ইফতিখার ঝড়ে সাগরিকায় রানবণ্যার ম্যাচে রেকর্ডের পর রেকর্ড দেখেছে চট্টগ্রামের দর্শক। ৫ম উইকেট জুটিতে হয়েছে এই রাতে বিশ্বরেকর্ড ১৯২রান। বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরও (২৩৮/৪) দেখেছে দর্শক এই রাতে।

দেখেছে সাকিব (৪৩ বলে ৮৯*), ইফতিখারের (৪৫বলে ১০০) টি-২০ ক্যারিয়ারসেরা ইনিংসের রাতে ৬৭ রানের বিশাল ব্যবধানে রংপুর রাইডার্সকে হারিয়েছে ফরচুন বরিশাল।   

নিম্নচাপ এলে বঙ্গোপসাগরের উত্তাল স্রোতের ভয়াবহ রূপ দেখতে অভ্যস্ত সাগরিকার বাসিন্দারা। তবে আকাশে কালো মেঘ নেই, নেই ঘুর্নিঝড়ের পূর্বাভাস, তারপরও ফর্সা আকাশে সাগরিকায় জড়ো হওয়া দর্শকরা দেখেছেন সাকিব-ইফতেখার ঝড়!

যে ঝড়ে ৫ম উইকেট জুটিতে হয়েছে টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড! অবিচ্ছিন্ন ৫ম উইকেট জুটিতে ৮৬ বলে ১৯২ রানে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বিশ্বরেকর্ডের সঙ্গে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামটির নামও লেখা হয়ে গেল।

বিপিএলে এটি যে কোনো জুটিতে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড।২০১৭ আসরে মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্স অবিচ্ছিন্ন ২য় উইকেট জুটিতে ২০১ রান যোগ করেছেন ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। ২০১৩ সালে খুলনায় ওপেনিং জুটিতে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১৯৭ রান যোগ করেছেন খুলনার লু ভিনসেন্ট ও শাহরিয়ার নাফিস।

শুধুই  কি বিশ্বরেকর্ড ? বিপিএল ইতিহাসে সাকিবের ফরচুন বরিশাল করেছে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ৪ বছর আগে কুমিল্লা ওরিয়র্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোর ২৩৮/৪-কে স্পর্শ করেছে এদিন সাকিবের ফরচুন বরিশাল রংপুর রাইডার্সের বিপক্ষে।

আর এক রান হলেই স বছর রংপুর রাইডার্সের বিপক্ষে চিটাগাং ভাইকিংসের ২৩৯/৪ স্কোরকে ছুঁয়ে ফেলতো সাকিবের ফরচুন বরিশাল। রেকর্ডের রাতে সাকিব দিয়েছেন টি-২০ ক্রিকেটে ক্যারিয়ারসেরা ইনিংস (৪৩ বলে ৯ চার, ৬ ছক্বায় ৮৯*)। পাকিস্তানি রিক্রুট ইফতেখার টি-২০ ক্রিকেটে উদযাপন করেছেন প্রথম সেঞ্চুরি (৪৫ বরে ৯ চার, ৬ ছক্কায় ১০০*)। 

এই ম্যাচে ব্যাটিং পাওয়ার প্লে-তে ফরচুন বরিশালকে পড়তে হয়েছে দুর্যোগের কবলে। হারিস রউফ এক ওভারে বিজয় (১৪), জাদরান (০) এবং মিরাজের হাতে দুটি ছক্কা হজম করে হাসান মাহমুদ পর পর দুই বলে মিরাজ (২০ বলে ২৪) এবং মাহমুদউল্লাহকে (১ বলে ০) ফিরিয়ে দেয়ায় ব্যাটিং পাওয়ার প্লে শেষে বরিশালের স্কোর ছিল ৪৬/৪। সেখান থেকে দলকে রান পাহাড়ে তুলেছেন সাকিব-ইফতেখার।

৭ম ওভারে হারিস রউফকে ২টি ছক্কায় দারুণ একটি রাতের আভাস দেন সাকিব। সাকিবকে দেখে উদ্বুদ্ধ ইফতেখার ১১তম ওভারে শেখ মেহেদীকে মেরেছেন এক ছক্কা, ১ চার। ১৩তম ওভারে শামীম পাটোয়ারির উপর একটু বেশিই চড়াও হয়েছেন ইফতেখার। মেরেছেন ওই ওভারে ৪ ছক্কা! শেষ ৩০ বলকে ফুটবল বানিয়েছেন সাকিব-ইফতেখার দু'জনই।

এই ৩০ বলে ফরচুন বরিশাল যোগ করেছে উইকেটহীন ১০১ রান! ১৬তম ওভারে পাকিস্তানি স্পিনার নওয়াজকে ২ ছক্বা, ১ বাউন্ডারিতে সাকিব নিয়েছেন ১৯ রান। ১৯ তম ওভারের প্রথম দুই বলে সাকিব ৫ রান নিয়ে স্ট্রাইক দিয়েছেন ইফতিখারকে। শেষ ৩ বলে ছক্কায় সেঞ্চুরিটা ত্বরান্বিত করেছেন ইফতিখার। ২৯ বলে হাফ সেঞ্চুরির পর পরের ফিফটিতে খেলেছেন তিনি মাত্র ১৬টি বল।

৪৫ বলে করেছেন টি-২০ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। ইনিংসের শেষ ২ বলে স্কোয়ার লেগ এবং ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে সাকিব ইতোপূর্বের ক্যারিয়ারসেরা ৮৬* টপকে এদিন পৌছে গেছেন ৮৯ রানে।এমন এক রাতে সাকিব আরো  ২টি মাইলস্টোনে দিয়েছেন পা। তামিম, মুশফিক,মাহমুদউল্লাহ, ইমরুলের পর ৫ম ব্যাটার হিসেবে বিপিএলে ২ হাজার রান পূর্ণ করেছেন সাকিব।

টি-২০ ক্রিকেটে ৬৫০০ রানের মাইলস্টোনও ছুঁয়েছেন এদিন সাকিব। সাকিব-ইফতেখার ঝড়ে সবচেয়ে বেশি মার খেয়েছেন তরুণ পেসার রবিউল (৪-০-৫৭-০)। হারিস রউফ (৪-০-৪২-২) এবং শেখ মেহেদী (৩-০-৪২-০)ও কম মার খাননি। হাসান মাহমুদ শুধু করতে পেরেছেন নিয়ন্ত্রিত বোলিং (৪-০-৩১-২)। ফরচুন বরিশালের ইনিংসে বাউন্ডারির চেয়ে আধিক্য ছিল বেশি ছক্কা। ১৬ চার এর পাশে ছক্কার সংখ্যা ১৯টি!!

জবাব দিতে এসে মিরাজ (৩/২৬), কামরুল ইসলাম রাব্বী (২/২৫), মোহাম্মদ ওয়াসিমের (২/৩১) বোলিংয়ে ১৭১/৯-এ অল আউট হয়েছে ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সের নওয়াজ ২৪ বলে ৩৩ এবং শামীম পাটোয়ারি ২৪ বলে ৪৪ রান করেছেন। এই ম্যাচে অনিয়ন্ত্রিত বোলিং করেছেন এবাদত (৪-০-৫৬-০)।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন