শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

খেলা
  >
ক্রিকেট

লিটন ঝড়ে প্রথম হার দেখল মাশরাফির সিলেট সিক্সার্স

স্পোর্টস রিপোর্টার ১৭ জানুয়ারি , ২০২৩, ২২:৩১:৫৪

156
  • ফিফটির পর লিটন দাস। ছবি-বিসিবি

সিলেট সিক্সার্স : ১৩৩/৭ (২০.০ ওভারে)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৩৪/৫ (১৯.০ ওভারে)

ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : লিটন দাস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

১৩৪ রান তাড়া করতে এসে ব্যাটিং পাওয়ার প্লে-তে উইকেটহীন ৪৯ স্কোর। এমন শুরুর পর সহজ জয়ের আবহই পাওয়ার কথা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তবে মাশরাফির এক ওভারে ২ উইকেটে শেষ দিকে এসে লড়াই জমে উঠেছে।

লিটনের ব্যাটিং ঝড়ে (৪২ বলে ৭ চার, ৪ ছক্কায় ৭০) ৬ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যে দলটি টানা ৫ ম্যাচ জিতে হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য, মাশরাফির সেই সিলেট সিক্সার্স দেখল প্রথম হার। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স হ্যাটট্রিক হার-এর পর টানা ২ জয়ে টিকে থাকলো শিরোপা রেসে।

এই ম্যাচে ইনিংসের শুরুতেই সিলেটের উপর বইয়ে গেছে ঝড়। কুমিল্লার তিন পেসার আবু হায়দার রনি (৩-০-১৪-১), হাসান আলী (২-০-১৬-২) এবং মুগ্ধ'র (২-০-১০-২) প্রথম স্পেলে ছিন্নভিন্ন সিলেটের স্কোর এক পর্যায়ে ছিল ৫৩/৭। সেখান থেকে অবিচ্ছিন্ন ৮ম উইকেট জুটির ৬৩ বলে ৮০ রানে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোর (১৩৩/৭) করেছে সিলেট সিক্সার্স। 

ইনফর্ম তৌহিদ হৃদয়ের ইনজুরি এই ম্যাচে ভুগিয়েছে সিলেট সিক্সার্সকে। ব্যাটিং পাওয়ার প্লে-তে মোহাম্মদ হারিস (৭), আকবর আলী (১) জাকির (৯) ফিরে যাওয়ার পরও ইনিংস মেরামত করতে পারেনি মিডল অর্ডার ব্যাটারদের কেউ। মুগ্ধর প্রথম বলে মুশফিক ডিপ মিড উইকেটে ক্যাচ (১৫ বলে ১৬) দিয়ে দলের বিপদ ডেকে এনেছেন।

ওই ওভারের তৃতীয় বলে অফ স্ট্যাম্পের বাইরের বলে প্লেড অন হয়েছেন শান্ত (১৯ বলে ১৩), ৫ম বলে কভার থেকে জাকিরের সরাসরি থ্রো-তে শরিফুল্লাহ (১) হয়েছেন রান আউট। এই ওভারে ৩ ব্যাটারের ফিরে যাওয়া বড় দুর্ভাবনায় ফেলেছিল সিলেটকে। বাঁ হাতি স্পিনার তানভিরকে ডিফেন্স করতে যেয়ে মাশরাফি বোল্ড হলে (৫ বলে ০) আসরের সর্বনিম্ন স্কোরের শঙ্কা দেখেছে সিলেট সিক্সার্স।

তবে থিসারা পেরেরা-ইমাদ ওয়াসিমের ৬৩ বলে ৮০ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপে স্কোরটা শেষ পর্যন্ত ১৩৩/৭ হতে পেরেছে। থিসারা পেরেরা ৩২ বলে ২ চার, ২ ছক্কায় ছিলেন ৪৪ রানে নট আউট। ইমাদ ওয়াসিম ৩২ বলে ৩ চার, ১  ছক্কায় ৩৯ রানে ছিলেন অপরাজিত।

১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে মাশরাফিকে বাউন্ডারি মেরে ছন্দে ফেরার জানান দিয়েছিলেন লিটন। তৃতীয় ওভারে ইমাদ ওয়াসিমকে পর পর ২ বলে ছক্কা এবং চার মেরে ব্যাটে সুর তুলেছেন লিটন। পরের ওভারে মাশরাফিক পর পর ২টি চার মেরেছেন লিটন। শরিফুল্লাহকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কায় ৩৭ বলে টি-২০ ক্যারিয়ারে ২০তম এবং বিপিএলে ৭ম হাফ সেঞ্চুরি পূর্ণ করে ব্যাটটাকে আরো চওড়া করেছেন। মেরেছেন শরিফুল্লাকে ওই ওভারে ৩ ছক্কা, ১ চার!

চলমান বিপিএলে ১০,৮,৩২,৪০'র পর প্রথম ফিফটির মুখ দেখেছেন লিটন। মাশরাফির সেকেন্ড স্পেলে মিড অফে ক্যাচ দিয়ে থেমেছেন ৭০ রানে (৪২ বলে ৭ চার, ৪ ছক্কা)। প্রথম স্পেলে (২-০১৫-০) মার খেয়ে দ্বিতীয় স্পেলে দারুণ বোলিং করেছেন মাশরাফি (২-০-৪-২)। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন