বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ , ১৭ জুমাদিউল আউয়াল ১৪৪৫

খেলা
  >
ক্রিকেট

প্রত্যাশা-স্বর্ণা ঝড়ে শ্রীলঙ্কাকে বড় চ্যালেঞ্জ মেয়েদের

স্পোর্টস ডেস্ক ১৬ জানুয়ারি , ২০২৩, ১৬:১২:০০

176
  • প্রত্যাশার একটি শট। ছবি-সংগৃহিত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল : ১৬৫/২ (২০.০ ওভারে)

অভিষেকে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে আত্মবিশ্বাসটা বেড়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের। ক্রিকেট পরাশক্তিদের প্রতিনিধিদের বিপক্ষে এই জয়ে চাঙ্গা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে বড় চ্যালেঞ্জ দিয়েছে।

ওপেনার আফিয়া প্রত্যাশা (৪৩ বলে ৫৩) এবং টপ অর্ডার স্বর্ণার (২৮ বলে ৫০*) জোড়া ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৫/২ স্কোর করেছে।

তিন বছর আগে আকবর আলীদের হাত ধরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিতেছে যুব বিশ্বকাপের ট্রফি। আকবর আলীদের ওই ট্রফি জয় থেকে প্রেরণা নিয়ে বাংলাদেশ নারী টি-২০ দল এবার বিশ্বকে দিয়েছে দারুণ এক বার্তা।

১২ বল হাতে রেখে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে দেয়ায় সাহস সঞ্চার করে রোববার শুরু থেকেই টি-২০ ব্যাটিং ধামাকা দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। ব্যাটিং পাওয়ার প্লে-তে উইকেটহীন ৫২ বড় স্কোরের আবহ দিয়েছে। শেষ পাওয়ার প্লে-এর ৩০ বলে যোগ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৫০ রান।

ওপেনিং পার্টনাশিপে ৬৭ বলে ৭৫ রানে নেতৃত্ব দিয়েছেন বাঁ হাতি ওপেনার আফিয়া প্রত্যাশা। ৬ষ্ঠ ওভারে শ্রীলঙ্কা নারী বোলার শেনওয়াদিকে মেরেছেন ২ চার, ১ ছক্কা! থেমেছেন তিনি ৪৩ বলে ৫ চার, ৩ ছক্কায় ৫৩ রানের ইনিংস শেষে।

বড় স্কোরের বাকি দায়িত্বটা নিয়েছেন  দিলারা আক্তার (২৭ বলে ৩ চার, ১ ছক্কায় ৩৬*), স্বর্ণা খাতুন (২৮ বলে ৩ চার, ৩ ছক্কায় ৫০)। ইনিংসের শেষ বলে শাইনিকে ২ রান নিয়ে হাফ সেঞ্চুরি করে ফিরেছেন স্বর্ণা ড্রেসিং রুমে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন