শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

খেলা
  >
ক্রিকেট

উইজডেনের বর্ষসেরা টেস্ট স্পেলের পুরস্কার এবাদতের

ক্রীড়া ডেস্ক ১৪ জানুয়ারি , ২০২৩, ১২:০২:২৮

127
  • ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি, ইংল্যান্ডের অলি রবিনসন ও শ্রীলঙ্কার প্রবথ জয়সুরিয়াকে পেছনে ফেলে যুক্তরাজ্যের বিখ্যাত ক্রিকেট সাময়িকী ‘উইজডেন’-এর বর্ষসেরা পুরুষদের টেস্ট বোলিং স্পেল নির্বাচিত হয়েছেন এবাদত হোসেন। 

২০২২ সালের জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে  মাউন্ট মুঙ্গানুই টেস্টে বিধ্বংসী এক বোলিং স্পেল উপহার দিয়েছিলেন এবাদত, ৪৬ রান দিয়ে শিকার করেছিলেন ৬ উইকেট। যা উইজডেনের ২০২২ সালের ‘স্পেল অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে।

পেসার এবাদতের বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছে উইজডেন। তাকে নিয়ে লিখেছে বেশ বড় প্রতিবেদন।

বাংলাদেশের চেয়ে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউ জিল্যান্ড। কিন্তু এবাদতের বোলিং তোপে ৭৩.৪ ওভারে মাত্র ১৬৯ রানেই অলআউট হয়ে যায় কিউইরা। এবাদত ২১ ওভার বল করে ৪৬ রান দিয়ে নেন ৬ উইকেট। আর সেটাই পেয়ে যায় উইজডেনের বর্ষসেরা টেস্ট স্পেলের পুরস্কার।

এবাদতের তোপে নিউ জিল্যান্ড ১৬৯ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৪০ রান। দুই উইকেট হারিয়ে সেই রান তুলে ঐতিহাসিক এক জয় পায় বাংলাদেশ। আর ম্যাচসেরার পুরস্কার পান এবাদত।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন