শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

খেলা
  >
ক্রিকেট

রোহিত-কোহলিকে ছাড়াই আবারও ভারতের টি-টোয়েন্টির দল

ক্রীড়া ডেস্ক ১৪ জানুয়ারি , ২০২৩, ১১:৫২:২৬

129
  • ছবি: ইন্টারনেট

আবারও ভারতের টি-টোয়েন্টি দলে উপেক্ষিত হলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। শ্রীলঙ্কার পর এবার নিউ জিল্যান্ড সিরিজেও টি-টোয়েন্টি দলে নেই তারা। এদিকে দলটির সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের স্কোয়াডে জায়গা হয়নি  ওপেনার লোকেশ রাহুলও।

গত সপ্তাহে শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে বিশ্রাম আর রোহিতের চোটের কথা বলেছিল বিসিসিআই। যদিও সিরিজের মাঝপথে কোচ রাহুল দ্রাবিড় ইঙ্গিত দেন, সিনিয়রদের ছাড়াই সামনের দিকে তাকাতে চাইছেন তাঁরা।

শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সময় কোহলিকে বিশ্রাম দেওয়ার কথা বললেও রোহিতের ক্ষেত্রে কোনো কারণ উল্লেখ করা হয়নি।  ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান পৃথ্বী শ। 

কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ২৭ জানুয়ারি। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটিতে সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন সূর্যকুমার যাদব।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল: 

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিষান, রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল, দিপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, কুলদিপ যাদব, যুজবেন্দ্র চেহেল, আর্শদিপ সিং, উমরান মালিক, শিভাম মাভি, পৃথ্বি শ, মুকেশ কুমার।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন