মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯ , ২৮ শাবান ১৪৪৪

খেলা
  >
ক্রিকেট

দুই পাকিস্তানির সেঞ্চুরির রাতে চট্টগ্রামের উৎসব

স্পোর্টস রিপোর্টার ৯ জানুয়ারি , ২০২৩, ২৩:০৮:৩৪

160
  • উসমান-ম্যাক্স ও দউদ-১৪১ রানের পার্টনারশিপ। ছবি-ক্রিকইনফো

খুলনা টাইগার্স : ১৭৮/৫(২০.০ ওভারে)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৭৯/১ (১৯.২ ওভারে)

ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : উসমান খান (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।

ষষ্ঠ ম্যাচে এসে সেঞ্চুরি দেখল বিপিএল। তাও আবার একটি নয়, উভয় ইনিংসে সেঞ্চুরি! দু'দলের সেঞ্চুরিয়ান পাকিস্তানি। খুলনা টাইগার্সের আজম খানের ১০৯ রানের হার না মানা সেঞ্চুরির জবাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উসমান খানের ম্যাচ উইনিং সেঞ্চুরি (১০৩*)।

দুই পাকিস্তানি তরুণের টি-২০ ক্যারিয়ারে অভিষেক সেঞ্চুরির রাতে উৎসব করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।১৭৯ রান তাড়া করে ওপেনিং পার্টনারশিপের ৯০ বলে ১৪১ রানে ভর করে ৪ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে এই ফ্রাঞ্চাইজি। দ্বিতীয় ম্যাচে এসে জয় দেখেছে চট্টগ্রাম। অন্যদিকে খুলনা হেরেছে টানা দ্বিতীয় ম্যাচ।

বাবা মইন খানের পরিচয়কে পুঁজি করে ২০২১ সালে ৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগকে কাজে লাগাতে পারেননি বিশালদেহী আজম খান। ৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৬ রানে থেমেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। সেখান থেকে করেছিলেন সংকল্প।

প্রথমে কমিয়েছেন শরীরের ওজন। ১৪০ কেজি থেকে ৩০ কেজি ওজন কমিয়ে ১১০ কেজি ওজনের শরীর নিয়ে এসেছের ২৪ বছরের এই পাকিস্তানি যুবক বিপিএলে। সোমবার রাতে তার ব্যাটিং ঝড়ে মাথা এলোমেলো হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বোলারদের।

শুভাগতহোমকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কায় শুরু তার ব্যাটিং ঝড়। তামিমের সঙ্গে ব্যাটিংয়ে তামিমকে মনে হয়েছে তার শিষ্য। ৩৩ বলে টি-২০ ক্যারিয়ারে ১১তম ফিফটি করেছেন উদযাপন। টি-২০ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে খেলতে হয়েছে তাকে ৫৭টি বল।

মৃত্যুঞ্জয়কে ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে শেষ ওভারের ৫ম বলে ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করে হাঁটু গেড়ে পিচের উপর বসে দু'হাত করেছেন প্রসারিত। ইনিংসের শেষ বলে ছক্কায় স্কোরটা নিয়ে গেছেন ৫৮ বলে ৯ চার, ৮ ছক্কায় ১০৯*! বিপিএলের ইতিহাসে এটি ২৬তম সেঞ্চুরি। পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আহমেদ শেহজাদের একমাত্র সেঞ্চুরিটি ছিল ২০১২ সালে। তার ১১ বছর পর দ্বিতীয় পাকিস্তানি হিসেবে আজম খান পেলেন সেঞ্চুরি।

তামিমের সঙ্গে দারুণ বোঝাপড়ায় তৃতীয় উইকেট জুটিতে ৬২ বলে খুলনা টাইগার্স যোগ করেছে ৯২। আজম খানের ব্যাটিং ঝড়ে শেষ ৩০ বলে ৬১ রান যোগ করতে পেরেছে খুলনা। তাতেই থেমেছে খুলনা টাইগার্স ১৭৮/৫।আজম খান ঝড়ের রাতে চট্টগ্রামের পেসার রাহি (৪-০-২৯-২) এবং শুভাগতহোম (৩-০-১৫-১) করেছেন দারুণ বোলিং। 

৪৮ ঘন্টা আগে ১৯৫ চেজ করে সিলেট স্ট্রাইকার্সের জয় থেকে টনিক নিয়েছে সোমবার রাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উসমান খান-ম্যাক্স ও দউদ। ব্যাটিং পাওয়ার প্লে-তে উইকেটহীন ৫০ রানে খুলনার চ্যালেঞ্জটা নিতে পেরেছে চট্টগ্রাম। ৯০ বলে ১৪১ রানের ওপেনিং পার্টনারশিপে ম্যাচ জয়ের আবহ পায় চট্টগ্রাম।

নাহিদুলকে লং অনে ক্যাচ দিয়ে নেদারল্যান্ডসের ম্যাক্স ও দউদ ফিরে গেলে (৫০ বলে ৫ চার, ৩ ছক্কায় ৫৮) বাকি দায়িত্বটা একাই কাঁধে নেন উসমান খান। ৩৪ বলে ফিফটি উদযাপনের পর পরবর্তী ফিফটি করেছেন মাত্র ২১ বলে। সাইফউদ্দিনের ইয়র্কার ডেলিভারিকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ছক্কার শটে সেঞ্চুরি পূর্ণ করে দলকে দিয়েছেন জয় উপহার। শেষ পর্যন্ত ৫৮ বলে ১০ চার, ৫ ছক্বায় ১০৩ রানে ছিলেন অপরাজিত। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন