শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

খেলা
  >
ক্রিকেট

রনি ঝড়ে জয়ে প্রত্যাবর্তন রংপুর রাইডার্সের

স্পোর্টস রিপোর্টার ৬ জানুয়ারি , ২০২৩, ২৩:১০:৪১

155
  • ইমরুল কায়েসের সুইপ। ছবি-বিসিবি

রংপুর রাইডার্স : ১৭৬/৫ (২০.০ ওভারে)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৪২/১০ (১৯.১ ওভারে)

ফল : রংপুর রাইডার্স ৩৪ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : রনি তালুকদার (রংপুর রাইডার্স)।

২০১৯'র পর দুই আসর বিরতি দিয়ে রংপুর রাইডার্স ফিরেছে সেরা রূপে। প্রত্যাবর্তনেই ফেভারিটের জানান দিয়েছে রংপুর রাইডার্স।

রনি তালুকদারের ১৯ বলে ফিফটি,৩১ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংসটি ম্লান হতে দেননি পেসার হাসান মাহমুদ (৩/২০),সিকান্দার রাজা (২/২৩)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৪ রানে হারিয়ে দিয়ে শুরু করেছে বিপিএলের এই আসর। 

বিপিএলের গত আসরে ক্যারিবিয়ান ক্রিকেটার সুনিল নারাইনের ১৩ বলে ফিফটির ইনিংসটি এখনো ঢাকার দর্শকদের চোখে ঝাপসা হয়ে যায়নি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সেই ইনিংসটি এখনো বিপিএলের দ্রুততম ফিফটি। বিপিএলের অভিষেক আসরে ১৬ বলে বরিশাল বার্নার্সের হয়ে দূরন্ত রাজশাহীর বিপক্ষে পাকিস্তানি রিক্রুট আহমেদ শেহজাদের ফিফটি, গত বছর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সিলেট সানরাইজার্সের বিপক্ষে উইল জ্যাকসের ১৮ বলে ফিফটিও থাকছে বিপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরির তালিকায়। তবে বাংলাদেশের কোনো ব্যাটারের ছিল না এমন রেকর্ড।   

টি-২০ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ১৬ বলে দ্রুততম ফিফটি শুভাগত হোমের। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০তে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে মোহামেডানের বিপক্ষে করেছিলেন সেই রেকর্ডটি। বিপিএলের উদ্বোধনী দিনে ব্যাটিং ধামাকায় ঝড় তুলে রনি তালুকদার বাংলাদেশ ব্যাটারদের মধ্যে এই ফ্রাঞ্চাইজি আসরে ১৯ বলে ৯ চার ১ ছক্কায় করেছেন দ্রুততম ফিফটি।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় রনি'র ব্যাটিং ঝড়ের শুরুটা প্রথম বল ফেস করতে নেমেই। দ্বিতীয় ওভারের ৪র্থ বলে আফগান অফ স্পিনার মোহাম্মদ নবীকে ব্যাকফুটে দর্শনীয় কাটে বাউন্ডারি দিয়ে শুরু রনি'র স্কোরিং শট। পরের বলে সুইপ শটে চার।

নবীর পরের ওভারে ১৬ রানের সব নিয়েছেন রনি। মেরেছেন ওই ওভারে ১ ছক্কা, ২ চার। সাতক্ষীরার তরুণ পেসার আশিক জামান টি-২০'র অভিষেকে রনি'র পাল্লায় পড়ে হয়েছেন এলোমেলো। আশিককে পাড়া-মহল্লা মানে নামিয়ে আনতে মেরেছেন পর পর ৪ বলে ৪টি বাউন্ডারি!

ব্যাটে ঝড় তোলা রনি তালুকদারকে থামিয়েছেন পাকিস্তানের বাঁ হাতি স্পিনার খুশদিল শাহ। ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে স্ট্যাম্পিংয়ে থেমেছেন রনি ৬৭ রানে। ২১৬.১২ স্ট্রাইক রেটে ১১ চার, ১ ছক্কার এই ইনিংসে রংপুর রাইডার্সের ওপেনিং পার্টনারশিপটি ছিল ৫৩ বলে ৮৪।

রনি'র ব্যাটিং ঝড়ে ব্যাটিং পাওয়ার প্লে'র ৬ ওভারে রংপুরের স্কোর ৬৪/০। ১০ ওভার শেষে স্কোর ৯১/১। তবে শেষ ৩০ বলকে তেমন সাজা দিতে পারেনি রংপুর। যোগ করেছে এই ৩০ বলে ৩ উইকেট হারিয়ে ৪২ রান। রংপুর থেমেছে ১৭৬/৫-এ।    

রনি'র ঝড় তোলা রাতে নাইম শেখ করেছেন ৩৪ বলে ২৯, শোয়েব মালিক ২৬ বলে ৩৩। আফগান পেসার ফজল হক ফারুকি (৪-০-২৮-১) এবং পাকিস্তানের বাঁ হাতি স্পিনার খুশদিল শাহ (৪-০-২৫-১) ছাড়া কুমিল্লার অন্য সব বোলার ছিলেন অমিতব্যয়ী। সবচেয়ে বেশি রান খরচা করেছেন আশিক জামান (৪-০-৪৭-০)।

তবে ১৭৭ রানের জবাব দিতে এসে পেসার বেনি হাওয়েলের (৪-০-১৬-১) মিতব্যয়ী বোলিংয়ে ব্যাকফুটে নেমে ইনিংসের মাঝপথে জয়ের আশা ছেড়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক ইমরুল কায়েস ২৩ বলে ৩৫ রানে লড়াই করলেও সাপোর্ট পাননি কারো।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন