মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

খেলা
  >
ক্রিকেট

মিরাজের অলরাউন্ড পারফরমেন্সে ম্লান সাইফউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ২০ নভেম্বর , ২০২২, ২১:১৩:২৪

262
  • ম্যান অব দ্য ম্যাচ মিরাজ। ছবি-বিসিবি


সাউথ জোন : ১৯৯/১০ (৪৩.৩ ওভারে)
নর্থ জোন : ১২৭/১০ (২৯.৩ ওভারে)
ফল : সাউথ জোন ৭২ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : মিরাজ (সাউথ জোন)।

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বোলিংয়ে করেছিলেন সাইফউদ্দিন হতাশ। পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে উইকেটহীন ৫৩ রান খরচায় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে পড়েছেন এই পেসার বাদ। সেই হতাশা কাটিয়ে ছন্দে ফিরেছেন ফেনীর এই ছেলেটি।

রোববার বিসিএল-এর উদ্বোধনী রাউন্ডে করেছেন দারুণ বোলিং (৮-০-৫৩-৫)। লিস্ট ‌এ' ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেটে ফর্মে ফেরার দিনটি অবশ্য ম্লান হয়েছে সাউথ জোনের অধিনায়ক মিরাজের লিস্ট 'এ' ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৯-১-৪২-৫)।
মিরাজের অলরাউন্ড পারফরমেন্সে (৪২ বলে ২৫ ও ৫/৪২) ৭২ রানের বিশাল ব্যবধানে নর্থ জোনকে হারিয়েছে সাউথ জোন।
ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে ৫০ ওভারের ম্যাচের আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ব্যাটারদের ব্যাটে ছিল রানখরা। প্রথমে ব্যাট করে নর্থ জোনের তিন পেসার তাসকিন (২/৩৩), সাইফউদ্দিন (৫/৩০)ও শফিকুল (২/৩৯) এর বোলিংয়ে ১৯৯ রানে অল আউট হয় সাউথ জোন। নাইম শেখ ৬৬ বলে ৫৪ এবং তৌহিদ হৃদয় ৭১ বলে ৬৬ রান করেছেন।
জবাব দিতে এসে বাঁ হাতি স্পিনার নাসুম (৩/২০) ও মিরাজের (৫/৪২) স্পিনে ছিন্নভিন্ন হয় নর্থ জোন। মাত্র ২৯.৩ ওভারে ১২৭ রানে উড়ে যায় দলটি। সৈকত আলী ২৬, ফজলে রাব্বী ২৬ ও শামীম পাটোয়ারি ৪৩ বলে ৪২ রান করেছেন।
 

ইস্ট জোন : ২৫৪/১০ (৫০.০ ওভারে)
সেন্ট্রাল জোন : ১৪০/১০(৩৩.০ ওভারে)
ফল : ইস্ট জোন ১১৪ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : ইয়াসির আলী রাব্বী (ইস্ট জোন)।

বিকেএসপি থ্রি-তে এদিন তিন পেসার এবাদত (৪/৪৮), রেজাউর রহমান রাজা (৩/২৮) ও মেহেদী হাসানের (৩/১৮) বোলিংয়ে ১১৪ রানের বিশাল ব্যবধানে সেন্ট্রাল জোনকে হারিয়েছে ইস্ট জোন। সেন্ট্রাল জোনের সৌম্য (২৩ বলে১৯) এবং মোসাদ্দেক (২৪ বলে ১১) হতাশ করলেও শান্ত  লড়েছেন (৫৩ বলে ৩৮)।
ইস্ট জোন প্রথমে ব্যাট করে ২৫৪/১০ স্কোর করেছে। তামিম হতাশ করেছেন (২৯ বলে ১৮)। আফিফও ইনিংস ক্যারি করতে পারেননি (২৮ বলে ২৭)। মুশফিক ধুকেছেন ব্যাটিংয়ে (৭৭ বলে ৪৪)। ইয়াসির আলী রাব্বী অবশ্য ছিলেন ছন্দে (৭৩ বলে ৪ চার, ৫ ছক্কায় ৮০)। সেন্ট্রাল জোনের তাইজুল পেয়েছেন ৪ উইকেট (৪/৩৯)।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন