শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ , ১১ শাওয়াল ১৪৪৫

খেলা
  >
ক্রিকেট

অনুশীলনের জন্য ক্রিকেট দলকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত

স্পোর্টস রিপোর্টার ১৩ সেপ্টেম্বর , ২০২২, ১৯:১৭:২২

478
  • সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি। ছবি-বিসিবি

আগামী ৭ অক্টোবর থেকে নিউ জিল্যান্ডে ত্রিদেশিয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন চলছে এখন। তবে তিনদিনের এই অনুশীলনের দুদিন কেটেছে বৃষ্টিতে।

নিজেদের মধ্যে ভাগাভাগি করে ম্যাচের আবহে খেলতে পারছে না ক্রিকেট দল। অনুশীলনের জন্য সে অর্থে ক্রিকেটারদের পরখ করতে পারছেন না টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। কথা ছিল ঢাকা থেকে সরাসরি নিউ জিল্যান্ডের ফ্লাইট ধরে সেখানে ক'দিন কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার।

তবে দেশের মাটিতে অনুশীলন বাধাগ্রস্থ হওয়ায় দেশের বাইরে তিন-চারদিনের অনুশীলন ক্যাম্প করার কথা ভাবছে বিসিবি। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ পরিকল্পনার কথাই বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি—‘আমাদের এখানে তিন দিনের ক্যাম্প করার কথা ছিল, । কিন্তু এখন ওরা তা পারছে না। যে প্ল্যানগুলো ছিল একটাও করতে পারছে না এবং দুই এক দিনের মধ্যে ঠিক হবে বলেও মনে হচ্ছে না। তাই এটা নিয়ে আজকে আমরা বসেছিলাম। অন্য কোথায় গিয়ে প্র্যাকটিসটা করতে পারি কিনা, আমরা অলটারনেটিভভাবে এখন একটা ব্যবস্থা করছি। তিন চার দিনের জন্য অন্য কোথায় গিয়ে তারা খেলতে চায়। যেহেতু সামনে বিশ্বকাপ। তার আগে ট্রাইনেশন আছে।’

নিউ জিল্যান্ডে ৭ অক্টোবর থেকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল সেখানে পৌছুঁবে ২ অক্টোবর। তার আগে ২২ অথবা ২৪ সেপ্টেম্বর ওমান, সংযুক্ত আরব আমিরাত অথবা সিঙ্গাপুরে চার-পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প করতে চায় বাংলাদেশ দল। এমন আভাস দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশ দল অনুশীলনের খুব একটা সুযোগ পাবে না বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি-‘বাংলাদেশ দল ২ তারিখে গিয়ে পৌঁছাবে, ৩ তারিখ রেস্ট নিলে ৪ এবং ৫ প্র্যাকটিসের সেুযোগ পাবে। এ ছাড়া, ৬ তারিখ একটা গ্যাপ আছে। তো তারা চাচ্ছিল যে, এই যে সময়টা সেটাতে তারা যদি প্র্যাকটিস করতে পারত, তাহলে ভালো হত।’

২০ দিন আগে নিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম ক্যাম্পের সব খেলোয়াড়কে অনুশীলনে দেখে টিম কম্বিনেশন ঠিক করতে চান বলে বিসিবি সভাপতি জানিয়েছেন—‘আমাদের টেননিক্যাল কনসালটেন্ট যিনি আছেন, তিনি এখনো অনেক প্লেয়ারকে চিনেই না। কারো খেলাও দেখেনি, কাজেই তার জন্যও সুবিধা হতো বুঝতে যে আসলে কম্বিনেশনটা কী হওয়া উচিত। কিন্তু এটা এখোনে সে পারছে না।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন