বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ , ৯ শাওয়াল ১৪৪৫

খেলা
  >
ক্রিকেট

বোলার-ফিল্ডারদের পাশে ব্যাটিং কোচ

স্পোর্টস রিপোর্টার ২৯ এপ্রিল , ২০২১, ২১:৩৩:৫০

525
  • জন লুইস। ছবি-বিসিবির পাঠানো ভিডিও থেকে নেয়া

প্রথম দিন শেষে শ্রীলংকার স্কোর ২৯১/১। বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার ওপেনিং পার্টনারশিপ করেছে রেকর্ড ২০৯। প্রথম দিন বল কুড়াতে পার করেছে বাংলাদেশ ফিল্ডাররা।প্রথম সেশনে তিন-তিনটি ক্যাচ ড্রপের মাশুল দিচ্ছে বাংলাদেশ দল।

তবে প্রথম দিনের ক্যাচ ড্রপ নিয়ে মোটেও অসন্তোষ নেই ব্যাটিং কোচ জন লুইসের-'সমালোচনা করা সহজ। আজ খুব বেশি সম্ভাবনা তৈরি হয়নি। আসলে দুটি টেস্টেই  অনেক বেশি সম্ভাবনা তৈরি করা কঠিন ছিল । এই পিচে বোলাররা  সর্বাধিক সুযোগ তৈরি করুক। আমরা সম্ভবত একটি বা দুটি মিস করেছি এবং ছেলেরা তাদের ফিল্ডিংয়ে কঠোর পরিশ্রম করে।ম্যাচের মাঝপথে সুযোগগুলো গোনা ঠি হবে না। আজ (বৃহস্পতিবার) আমরা একটি অথবা দুটি সুযোগ মিস করেছি। অনুশীলনের দিক থেকে প্রচেষ্টা কিংবা মনোযোগের অভাবে এটি  হয়নি। আমরা মানুষ বলেই এমনটি হচ্ছে।'

প্রথম দিন বাংলাদেশের সংগ্রহ মাত্র ১টি উইকেট। তারপরও পেসারদের বাহাবা দিচ্ছেন জন লুইস-'দিনটি হতাশার হলেও বোলারদের প্রতি আমার কিছুটা সহানুভূতি রয়েছে। তাদের চেষ্টাকে দোষ দেওয়া যাবে না। এই পিচ কোনও ধরণের বোলিংয়ের জন্য সহায়ক নয়। আমরা ভাগ্যবান যে আমাদের পাঁচ বোলার রয়েছে। এই সিরিজে আমরা পাঁচজন বোলার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি। এখন পর্যন্ত এই পিচটা   শক্ত।  ছেলেরা যেভাবে বোলিং করেছে, তাতে আমি মুগ্ধ। কিছু ছেলের টেস্ট ক্যারিয়ার সবেমাত্র শুরু হয়েছে। বিশেষ করে সিমাররা। তারা সব সময় শিখছে, তবে আমরা টেস্ট জিততে চাই। ।  আজকের মতো দিনেও আমরা কিছু উৎসাহজনক পদক্ষেপ নিতে পারি।'

সফরের প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও ব্যাটসম্যানদের পক্ষে বলছে কথা। তবে প্রথম দিনের খেলা দেখে পিচ সম্পর্কে মন্তব্য করতে চান না জন লুইস-  ' আমি একদিন খেলা দেখে পিচটি নিয়ে বিচার করতে চাই না। যদি এটি প্রথমটির মতো (টেস্ট) খেলা হয় তবে তা অবশ্যই আদর্শ। ব্যাট এবং বলের মধ্যে আরও কিছুটা প্রতিযোগিতা থাকা দরকার। তবে এটি আস্তে আস্তে খারাপ হতে শুরু করলে এবং স্পিনারদের সহায়তা পেলে এটিকে আদর্শ টেস্ট পিচ হিসাবে বর্ণনা করা যাবে। আমাদেরকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।' 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন