মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা

বিসিবির নতুন সভাপতি হয়ে আমিনুল বললেন, সবাই একসঙ্গে কাজ করতে চাই

ক্রীড়া ডেস্ক অক্টোবর ৭, ২০২৫, ১০:৩২:১১

243
  • ছবি: ইন্টারনেট

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এরপরেই তিনি জানিয়েছেন, আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। যারা ক্রিকেট বোর্ডে আছেন, যারা নেই—সব অংশীজনকে আমরা আহ্বান জানাব বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করতে এবং আমাদের সহযোগিতা করতে।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর বিসিবির সভাপতি হিসেবে আমিনুলের নাম প্রস্তাব করেন ফারুক আহমেদ, আবার সহসভাপতি হিসেবে ফারুকের নাম প্রস্তাব করেন আমিনুল। দুজনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। গত মে মাসের শেষ সপ্তাহে ফারুককে সরিয়ে দিয়েই আমিনুলকে বসানো হয়েছিল বিসিবি সভাপতির চেয়ারে। উদাহরণটা হয়তো টানা সে কারণেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অপর সহসভাপতি শাখাওয়াত হোসেন।
 
সভাপতি হিসেবে নতুন করে দায়িত্ব নিয়েছেন আমিনুল, সেটি ছিল বিতর্কিত। মনোনয়নপত্র প্রত্যাহার, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘটনা, কাদা–ছোড়াছুড়ি—নির্বাচন আয়োজনের পথে অনেকের সঙ্গেই সৌহার্দ্যের সম্পর্ক নষ্ট হয়েছে অনেকের। তবে আমিনুল জানিয়েছেন, ‘নির্বাচনের আগে সব দেশে, সব সেক্টরেই এমন হয়। কিন্তু আমার জানামতে, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের ভেতর থেকেছি।’
 
ঢাকার ক্লাবগুলোর একটা অংশ ঘোষণা দিয়েছিল, বিসিবি নির্বাচন পিছিয়ে না দিলে আগামী মৌসুমে সব ধরনের ক্রিকেট বর্জন করবে তারা। তাদের প্রতি আমিনুলের আহ্বান, ‘ক্রিকেটটা গুরুত্বপূর্ণ। ক্রিকেটটা যেন ব্যাহত না হয়, ক্রিকেটের ধারাবাহিকতা যেন থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব।’
 
চার মাস আগে দায়িত্ব নেওয়ার সময় আমিনুল বলেছিলেন, ‘একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস’ খেলবেন তিনি। সেই ইনিংসটা এখন লম্বা হয়েছে চার বছরের জন্য। তখন আমিনুল বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন আইসিসির চাকরি ছেড়ে। এরপর কেন লম্বা সময়ের জন্য দায়িত্ব নিলেন, ব্যাখ্যা করেছেন সে কারণও, ‘আমি এটাকে একটা যাত্রার অংশ ধরে নিয়েছি। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গিয়েছি।’
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন