মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা

টেস্টের পর ভারতের ওয়ানডের নেতৃত্বেও গিলের কাঁধে

ক্রীড়া ডেস্ক অক্টোবর ৪, ২০২৫, ২১:১৩:০০

254
  • ছবি: ইন্টারনেট

রোহিত শর্মার নেতৃত্বে  চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে ভারত। কিন্তু আসন্ন অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে অধিনায়ক রোহিতের উপর আস্থা রাখতে পারেনি ভারতীয় নির্বাচকরা। যে কারনে টেস্টের পর এবার ওয়ানডে দলের অধিনায়কত্বও পেলেন তরুণ তারকা শুভমান গিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে গিলকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে নেতৃত্ব হারালেও স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন রোহিত শর্মা। 

২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই গিলকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অধিনায়ক হিসেবে এটি হবে গিলের প্রথম ওয়ানডে সিরিজ। এর আগে তাকে টেস্ট দলের স্থায়ী অধিনায়ক করা হয়েছিল এবং টি-টোয়েন্টিতেও তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন।

২৬ বছর বয়সী গিলের ৫০ ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা খুব বেশি নয়। লিস্ট-এ ক্রিকেটে তিনি মাত্র ছয়টি ম্যাচে নেতৃত্ব দিয়ে পাঁচটিতেই জয় পেয়েছেন। টেস্ট অধিনায়ক হিসেবে তার নেতৃত্বে ভারত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করে এবং ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে পরাজিত করে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড: 

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়ুসোয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল, ধ্রুব জুরেল, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং হর্ষিত রানা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন