মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা

ফের মার্শের দাপট, পেলেন প্রথম সেঞ্চুরি, সিরিজ জয় অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক অক্টোবর ৪, ২০২৫, ২১:০৩:৫১

171
  • ছবি: ক্রিকইনফো

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ঝড় তুলে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যেয়েও পারেননি। দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তবে সে আক্ষেপটা মিচেল মার্শ পূরণ করলেন শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে। তাতে ১৫৭ রানের লক্ষ্যটা ১২ বল ও ৩ উইকেট হাতে রেখে পেরিয়ে তিন ম্যাচের সিরিজটাও ২-০ ব্যবধানে জিতে নেয়অস্ট্রেলিয়া।

সিরিজের শেষ ম্যাচে অনেকটা একাই ব্যাট হাতে লড়াই করেন মার্শ। যে কারনে তার সেঞ্চুরি আর দলের জয়—দুটিই ঝুঁকিতে পড়ে গিয়েছিল। তার পর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর মাত্র ১৪, মিচেল ওয়েনের। সংখ্যাটাই বলে দেয়, ইনিংসটা আসলে কতটা মার্শময় ছিল।

৫০ বলে সেঞ্চুরি ছোঁয়া মার্শ শেষ পর্যন্ত ৫২ বলে অপরাজিত ১০৩ রান করেন। ৮টি চার ও ৭টি ছক্কায় গড়া সেই ইনিংস তার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। এই সংস্করণে নিউজিল্যান্ডের বিপক্ষে এটি কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরিও।

রান তাড়ায় একের পর এক উইকেট পড়লেও মার্শ থামতে দেননি রানের চাকা। বড় বড় ছক্কায় ১৬তম ওভারেই জিতিয়ে দিয়েছেন দলকে। এরআগে নিউ জিল্যান্ডের ইনিংসও ছিল টালমাটাল। ৯ উইকেটে ১৫৬ রান করতে পেরেছিল তারা। ওপেনার টিম সাইফার্ট করেছিলেন ৩৫ বলে ৪৮। মাইকেল ব্রেসওয়েল ২৬, জেমস নিশাম ২৫ রান যোগ করেন। নিশাম পরে বল হাতে ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ৪ উইকেট। কিন্তু মার্শের ঝড়ো ব্যাটিংয়ের সামনে সেই অলরাউন্ড পারফরম্যান্সও হার মানে। 

সংক্ষিপ্ত স্কোর

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৫৬/৯ (সাইফার্ট ৪৮, ব্রেসওয়েল ২৬, নিশাম ২৫; অ্যাবট ৩/২৫, বার্টলেট ২/২৫, হ্যাজলউড ২/২৬)। 

অস্ট্রেলিয়া: ১৮ ওভারে ১৬০/৭ (মার্শ ১০৩*, ওয়েন ১৪; নিশাম ৪/২৬, ডাফি ২/২৯)। 

ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।

 সিরিজ: ৩–ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২–০–তে জয়ী। 

 ম্যাচ ও সিরিজ সেরা: মিচেল মার্শ 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন