মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা

ব্যাটে-বলে দুর্দান্ত জাদেজা, ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিল ভারত

ক্রীড়া ডেস্ক অক্টোবর ৪, ২০২৫, ২০:৫০:০৭

163
  • ছবি: ক্রিকইনফো

সাদা পোশাকে ব্যাট হাতে সেঞ্চুরি উপহার দেন রবীন্দ্র জাদজা। পরে বল হাতেও ওঠেন জ্বলে।  প্রথম ইনিংসে উইকেট না পাওয়া বাঁহাতি স্পিনার এবার নিলেন ৪ উইকেট। দুর্দান্ত বোলিংয়ে মোহাম্মেদ সিরাজ জ্বলে উঠলেন আবার। তাদের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত।

আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিন ইনিংস ও ১৪০ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি তাদের পঞ্চম বড় জয়। এরআগে প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের ১৬২ রানে গুটিয়ে দেয় ভারত। পরে ৫ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে শুবমান গিলের দল। শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ টিকতে পারেনি দুই সেশনও। এবার তারা গুটিয়ে যায় ১৪৬ রানে। ভারতের মাটিতে এই নিয়ে সবশেষ পাঁচ টেস্টই ইনিংস ব্যবধানে হারল ওয়েস্ট ইন্ডিজ। এই পাঁচ টেস্টের একটিও তিন দিন পার হয়নি।

ভারতের  জয়ের নায়ক জাদেজা একমাত্র ইনিংসে ৫ ছক্কা ও ৬ চারে করেন ১০৪ রান। পরে বল হাতে ৫৪ রান খরচায় নেন চার উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পর ম্যাচ সেরা তিনি ছাড়া আর কে! টেস্টে এনিয়ে ১১ বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন জাদেজা। ভারতীয়দের মধ্যে রাহুলের দ্রাবিড়ের সঙ্গে যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি ১৪ বার জিতেছেন ব্যাটিং গ্রেট সাচিন টেন্ডুলকার। তবে একটি জায়গায় সবাইকে ছাড়িয়ে গেলেন জাদেজা। ভারতের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি ১০ বার ম্যাচ সেরা হলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৯ বার লেগ স্পিনিং গ্রেট নিল কুম্বলে।

প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া সিরাজ দ্বিতীয় ইনিংসে নেন । দুই ইনিংসেই দুটি করে প্রাপ্তি কুলদিপ ইয়াদাভের। দুই ইনিংসেই প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বাঁহাতি রিস্ট স্পিনার।

এদিকে ব্যাট হাতে লোকেশ রাহুল ও ধ্রুব জুরেলেরও। দুইজনেই পান সেঞ্চুরির স্বাদ, যথাক্রমে করেন ১০০ ও ১২৫ রান।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় দিন আর ব্যাটিংয়ে নামেনি ভারত। দ্বিতীয় দফায় খেলতে নেমেও ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সে কোনো উন্নতি হয়নি। এবারও ফিফটি করতে পারেননি দলটির কেউ। সর্বোচ্চ ৩৮ রান করেন আলিক আথানেজ। প্রথম ইনিংসের মতো এবার পঞ্চাশ ছুঁতেও পারেনি কোনো জুটি। টেস্টে ফেরার ম্যাচে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৮ রানে ফেরেন তেজনারাইন চান্দারপল। এবারও তাকে বিদায় করেন সিরাজ।

দিনের সপ্তম ওভারেই আক্রমণে আনা হয় জাদেজাকে। অভিজ্ঞ ক্রিকেটার নিজের তৃতীয় ওভারে দলকে এনে দেন সাফল্য, শর্ট লেগে জন ক্যাম্পবেলের দারুণ ক্যাচ নেন সাই সুদার্শান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন ভারতীয় বোলাররা। পাঁচ ওভারের মধ্যে ব্র্যান্ডন কিং ও শেই হোপকে স্পিনার জাদেজা এবং রোস্টন চেইসকে কুলদিপ ফিরিয়ে দেন।

কয়েক ওভার পর ফিরতি ক্যাচ নিয়ে আথানেজের প্রতিরোধ ভাঙেন ওয়াশিংটন সুন্দার। পরের ওভারে জোড়া শিকার ধরেন সিরাজ। শেষ দিকে জেডেন সিলসের ২ ছক্কা ও ১ চারে ১২ বলে ২২ রানের ইনিংসে কোনোমতে দেড়শর কাছে যায় ওয়েস্ট ইন্ডিজের রান।

সিরিজের দ্বিতীয় টেস্টে দিল্লিতে শুরু হবে আগামী শুক্রবার।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৬২

ভারত ১ম ইনিংস: ৪৪৮/৫ ডিক্লে.

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫.১ ওভারে ১৪৬ (ক্যাম্পবেল ১৪, চান্দারপল ৮, আথানেজ ৩৮, কিং ৫, চেইস ১, হোপ ১, গ্রেভস ২৫, পিয়ের ১৩*, ওয়ারিক্যান ০, লেইন ১৪, সিলস ২২; বুমরাহ ৬-১-১৬-০, সিরাজ ১১-২-৩১-৩, জাদেজা ১৩-৩-৫৪-৪, কুলদিপ ৮.১-৩-২৩-২, ওয়াশিংটন ৭-১-১৮-১)

ফল: ভারত ইনিংস ও ১৪০ রানে জয়ী

ম্যাচসেরা: রবীন্দ্র জাদেজা

সিরিজ: ২ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে ভারত

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন