রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

খেলা

লঙ্কানদের বিপক্ষে জিতেই র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক জুলাই ৬, ২০২৫, ১৩:৫১:০১

130
  • ছবি: ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফিতে ৭ ম্যাচের মধ্যে ৬টিতে হেরেছিল বাংলাদেশ দল। একটি ম্যাচ বৃষ্টির কারণে হয় পরিত্যাক্ত। এদিকে শ্রীলঙ্কা সফরের শুরুতেই ওয়ানডে ম্যাচে হেরে বসে টাইগাররা। সব মিলিয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো টিম টাইগার্সরা। শেষ পর্যন্ত ৭ ম্যাচ পর শনিবার জয়ের মুখ দেখে মেহেদী হাসান মিরাজের দল। লঙ্কানদের তারা হারায় ১৬ রানে।  

এই জয়ের প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। সেখানে এক ধাপ উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের দলের। সংযুক্ত আরব আমিরাতে গত নভেম্বরের আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ নেমে গিয়েছিল র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে। এরপর গত মে মাসে আইসিসি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ করার পর বাংলাদেশ নেমে যায় দশে। কালকের ম্যাচে জয়ের পর আবার ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশ সবচেয়ে পছন্দের সংস্করণ ওয়ানডে। তবে গত কয়েক বছর এ ফরম্যাটেও হতাশা উপহার দিচ্ছে দলটি। তাইতো ২০০৬ সালের পর প্রথমবার গত মে মাসে ১০ নম্বরে নেমে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয় আপাতত ১০ নম্বর থেকে বাংলাদেশকে টেনে তুলেছে।

বাংলাদেশ ২০১৫ সালে বিশ্বকাপে ভালোর করার পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাতে উঠেছিল বাংলাদেশ। দুই বছর পর ২০১৭ সালে মে মাসে বাংলাদেশ ওঠে ৬ নম্বরে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে যা বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকার মাটিতে হারানোর পর আবারও ছয়ে উঠেছিল বাংলাদেশ। তবে এরপরেই টাইগাররা এ ফরম্যাটে হাঁটে উল্টো পথে। তাই একটা জয় খুব করেই দরকার ছিল দলটির। শেষ পর্যন্ত সেটা ধরা দেয় শনিবার। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন