রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

খেলা

জটার চুক্তির ২ বছরের পারিশ্রমিক তার পরিবারকে দেবে লিভারপুল

ক্রীড়া ডেস্ক জুলাই ৫, ২০২৫, ২১:২৭:৪৬

101
  • ছবি: ইন্টারনেট

দিয়োগো জটার আকস্মিক মৃত্যুতে কাঁদছে গোটা ফুটবল দুনিয়া। বিশেষ করে তার পরিবার, জাতীয় দল ও ক্লাব সতীর্থদের জন্য অনেক বড় ধাক্কা এটা। পর্তুগালে জোতার জন্মভূমি গোন্দোমারে চলছে তার শেষকৃত্য। ফুটবল–সংশ্লিষ্ট অনেকেই গিয়েছেন সেখানে।  এতদিনের প্রিয় সতীর্থ ও বন্ধুর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন জর্ডান হেন্ডারসন, রুবেন নেভেস, ভার্জিন ফন ডাইকসহ অনেকে।

উপস্থিত ছিলেন লিভারপুল কোচ আর্না স্লটসহ আরও অনেকে। লিভারপুল কর্তৃপক্ষ প্রশসংনীয় এক উদ্যোগ নিয়েছে। অ্যানফিল্ডে জটার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। তবে পর্তুগিজ এই ফরোয়ার্ড পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি জমালেও, চুক্তিটি বহাল রাখছে লিভারপুল এবং আগামী দুই বছর তার পরিবারকে চুক্তির অর্থ পরিশোধ করবে ক্লাবটি, খবর মুন্দো দেপোর্তিভোর।

গত বুধবার মধ্যরাতে স্পেনের থামোরা প্রদেশে স্থানীয় সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন ফরোয়ার্ড জটা। ২৮ বছর বয়সী জটার সঙ্গে মারা যান তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও, যিনি নিজেও ছিলেন পেশাদার ফুটবলার।

ধারণা করা হচ্ছে, প্রাক-মৌসুমের প্রস্তুতি পর্বে দলের সঙ্গে যোগ দেওয়ার উদ্দেশ্যে লিভারপুল ফিরছিলেন জটা, আর এজন্য ফেরিতে ওঠার জন্য যাচ্ছিলেন তারা। পথিমধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। 

দুর্ঘটনাস্থলে পাওয়া প্রমাণ সাপেক্ষে স্প্যানিশ পুলিশ জানায়, অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় হয়তো জটার গাড়ির টায়ার ফেটে যাওয়ায় রাস্তা থেকে ছিটকে পড়ে এবং পরে আগুন ধরে যায়।

পোর্তোর কাছের একটি শহর গন্দোমারে দুই ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় শনিবার। সেখানে লিভারপুলের কোচ, খেলোয়াড় ও স্টাফের বড় একটা দল উপস্থিতি ছিলেন, ছিলেন পর্তুগাল দলের অনেকে। এছাড়া ছিলেন শত শত ভক্ত-সমর্থক।

২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স থেকে অ্যানফিল্ডে যোগ দেওয়া জটা গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। লিভারপুলের জার্সিতে সব প্রতিযোগিতায় মিলিয়ে ১৮২ ম্যাচে তার গোল ৬৫টি।

পর্তুগাল জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচ খেলা এবং দুটি উয়েফা নেশন্স লিগ জয়ী জটা গত ২২ জুন দীর্ঘদিনের সঙ্গী রুটকে বিয়ে করেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে। দুই ছেলের বয়স চার ও দুই বছর, মেয়ের বয়স সাত মাস।

জটার চুক্তির প্রতি সম্মান জানিয়ে আগামী দুই বছর লিভারপুলের অর্থ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিশ্চিতভাবেই দারুণ প্রশংসনীয়।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন