বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

খেলা

পাকিস্তান সফর নিয়ে সরকারের সবুজ সংকেত পেলেন লিটনরা

ক্রীড়া ডেস্ক মে ১৭, ২০২৫, ২১:৩১:৪৭

153
  • ছবি: ইন্টারনেট

ভারত-পাকিস্তান যুদ্ধপরিস্থিতির কারণে পিছিয়ে গেছে বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। এরইমধ্যে বিসিবির কাছে নতুন সূচি পাঠিয়েছিল পিসিবি। তবে সরকারের অনুমোদনের অপেক্ষায় তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অবশেষে মিলেছে সরকারের সবুজ সংকেত। পাকিস্তান সফরে যেতে আর কোনো বাধা নেই লিটন দাসের দলের।

শনিবার গণমাধ্যমের মুখোমুখি বিসিবি প্রধান ফারুক আহমেদ জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে অনুমোদন মিললেও কিছু প্রক্রিয়া বাকি আছে।   

এক মাস ব্যবধানে দ্বিতীয়বারের মতো শনিবার বিসিবিতে দুর্নীতির তদন্তে এসেছিল দুর্নীতি দমক কমিশন। তদন্তের সুবিধার্থে এদিন বিসিবিতে তলব করা হয় বোর্ড সভাপতি ফারুক আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে।   

তদন্তের কাজে সহযোগিতা করে বিকেলে বিসিবি ছাড়ার সময় গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে (পাকিস্তান সফরের জন্য)। এখনও কিছু কাজ বাকি আছে, সেটা আমরা করব।’ 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এই মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছে। এই সিরিজ খেলেই টাইগারদের সরাসরি পাকিস্তানে যাওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধের কারণে পেছাতে হয়েছে সূচি। 

বিসিবির সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরিবর্তিত সূচি পাঠিয়েছে পিসিবি। সেখানে ২ দিন পিছিয়ে ম্যাচ শুরু করার প্রস্তাব দেয়া হয়েছে ২৭ মে থেকে। ২৯ মে এবং ১, ৩ আর ৫ জুন হবে বাকি ম্যাচগুলো। পূর্বের দুই ভেন্যু ফয়সালাবাদ আর লাহোরেই হবে সব ম্যাচ। তবে প্রস্তুত রাখা হবে রাওয়ালপিন্ডিকেও।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন