বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

খেলা

আবাহনীর হার, ২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান

ক্রীড়া ডেস্ক মে ১৭, ২০২৫, ১৯:২০:৩২

191
  • ছবি: ইন্টারনেট

সমীকরণ ছিল শনিবার আবাহনী হারলে চ্যাম্পিয়ন হবে মোহামেডান। যে কারণে এদিন চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচের দিকেই চোখ ছিল মোহামেডানের ফুটবলার ও কোচিং স্টাফদের। আবাহনী-ফর্টিসের ম্যাচ শেষে আনন্দে ভেসেছেন তারা।

কুমিল্লায় ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে ২-১ গোল হারিয়েছে ফর্টিস। ফলে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে মোহামেডান। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগটি পেশাদার হওয়ার পর এই প্রথম শিরোপা জিতল ঐতিহ্যবাহী ক্লাবটি।

আজকের ম্যাচে ছিল নাটকীয়তা। ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের কারণে ম্যাচ শুরুর ১৫ মিনিট পর খেলা বন্ধ হয়ে যায়। তবে ম্যাচ শুরু হলে ফর্টিজ ম্যাচের প্রথমার্ধে এক গোলে এগিয়ে যায়। ১৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফর্টিসকে এগিয়ে দেন পা ওমর জোবে। দ্বিতীয়ার্ধে ফর্টিজ দশ জন নিয়েও লিড বাড়ায়। ৭৬ মিনিটে ফর্টিসের জাল্লো করেন দ্বিতীয় গোল। ৮০ মিনিটে আবাহনীর মোহাম্মদ হৃদয় একটি গোল শোধ করলেও তা যথেষ্ট ছিল না। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে মোহামেডান ক্লাবে শুরু হয় উল্লাস।

আবাহনী আজকের হারের পর ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। শেষ তিন ম্যাচে আবাহনী জিতলে ও মোহামেডান হারলেও সমস্যা নেই৷ মোহামেডানের ৩৮ পয়েন্ট স্পর্শ করতে পারবে না আবাহনী।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন