বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

খেলা

নেপালকে ২ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক মে ১৬, ২০২৫, ১৮:৫১:১৫

204
  • ছবি: ইন্টারনেট

অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমানের নৈপুণ্যে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। 

ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরু থেকেই দারুণ খেলে বাংলাদেশের যুবারা। তবে প্রথমবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় নেপাল। কিন্তু ম্যাচের ১৭ মিনিটে বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন দারুণ প্রচেষ্টায় তারা এগিয়ে যেতে পারেনি।  

এদিকে বাংলাদেশ দল এগিয়ে যাওয়ার ভাল সুযোগ তৈরি করেছিল ২২তম মিনিটে। কিন্তু সে সময় জাল খুঁজে পায়নি বাংলাদেশের রিফাত কাজী। মাঝমাঠ থেকে অধিনায়ক নাজমুল হুদার বাড়িয়ে দেওয়া বল ধরে অরক্ষিত রক্ষণ পেয়েও গোলকিপারকে পরাস্ত করতে পারেননি বাংলাদেশের এই ফরোয়ার্ড।

৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিক গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। এর ঠিক তিন মিনিট পর নাজমুলের লং শট রুখে দেন নেপালের গোলকিপার ভক্ত বাহাদুর।

বিরতির পর শুরু থেকে চলে হাড্ডাহাড্ডি লড়াই। এর মধ্যে ৭৩ মিনিটে নাজমুলের কর্নারে আশিকুর রহমানের হেডে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৮১ মিনিটে নেপালের এলোমেলো রক্ষণভাগের পুরোপুরি সুযোগ নেয় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা মোহাম্মদ মানিকের বুদ্ধিদীপ্ত পাস থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন নাজমুল। এরপর ম্যাচের ৮৭ মিনিটে বাংলাদেশের জমাট রক্ষণ চুরমার করে জাল কাঁপান নেপালের সুজন ডাঙ্গোল।

আগামী রবিবারের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমি-ফাইনালে জয়ীদের।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন