বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

খেলা

২৮ গোলের জয়, ৯ গোল করে ম্যাচ সেরা সাবিনা

ক্রীড়া ডেস্ক মে ১৫, ২০২৫, ২১:১৯:০৫

154
  • ছবি: ইন্টারনেট

ভুটান নারী ফুটবল লিগে ২৮-০ গোলে সামস্তের বিপক্ষে জিতেছে সাবিনা খাতুনের দল ক্লাব পারো এফসি। ২৮ গোলের মধ্যে বাংলাদেশের চার ফুটবলার সাবিনা খাতুন, মনিকা চাকমা, সুমাইয়া মাতসুসিমা ও ঋতুপর্ণা চাকমারই ২৫ টি। বাকি তিন গোল দুই ভুটানিজ সোনম চকি ও সোনম টিসমোর।

বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন ৯ গোল। তার দুর্দান্ত পারফরম্যান্সের দিনে মনিকা চাকমা করেছেন ৭ গোল। বাংলাদেশের অন্য দুই ফুটবলার সুমাইয়া ৫ ও ঋতুপর্ণা চাকমা ৪ গোল করেন। প্রথমার্ধে সাবিনাদের দল ১০ গোলে এগিয়ে ছিল। পরের অর্ধে আরো ১৮ গোল করেছেন সাবিনারা। সাবিনা-ঋতুদের প্রতিপক্ষ সামস্তে কোনো গোলই করতে পারেনি।

অষ্টম মিনিটে সতীর্থের ছোট থ্রু পাস ধরে এক ছুটে বক্সে ঢুকে নিখুঁত শটে গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন সাবিনা। ২৬তম মিনিটে দ্বিতীয় গোলের পর ৩১তম মিনিটে বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে আলতো টোকায় হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে দুই গোল করার পর ৬৩তম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করে ‘ডাবল হ্যাটট্রিক’ পূরণ করেন সাবিনা। এরপর আরও তিনবার জালের দেখা পান দুটি সাফ জয়ী এই তারকা ফরোয়ার্ড।

১৯তম মিনিটে মনিকা বাঁ পায়ের দৃষ্টিনন্দন শটে জাল খুঁজে নেন। ২৮ ও ৩৮তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশের এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করার পর ৭৩তম মিনিটে ডাবল হ্যাটট্রিক পূরণ করেন মনিকা। পরে জালের দেখা পান আরও একবার।

৩৬তম মিনিটে মাতসুশিমা সুমাইয়া স্পট কিক থেকে গোলের খাতা খোলেন। এরপর ৩৮ ও ৫২তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড। পরে আরও দুইবার গোলের আনন্দে ডানা মেলেন তিনি।

৫৩তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে দৃষ্টিনন্দন শটে গোলের খাতায় নাম তোলেন ঋতুপর্ণা চাকমা। ৬৪তম মিনিটে ফের জালের দেখা পান এই ফরোয়ার্ড; ভুটানের লিগে আরটিসির ১৬-০ গোলের রেকর্ড ভেঙে দেয় পারো এফসি। এরপর ৭৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পর ৮১তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন ঋতুপর্ণা।

ভুটান নারী লিগে বাংলাদেশের ১০ ফুটবলার তিন ক্লাবে খেলছেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডে রুপ্না ও মাসুরা খেলছেন। থিম্পু এফসিতে খেলছেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার। এই দুই ক্লাবই নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করেছে।

সোমবার সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়ার পারো উড়ন্ত সূচনা করেছে। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন ৯ গোল করে ম্যাচ সেরা হয়েছেন। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন