মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

খেলা

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুসংবাদ পেলেন নিগার, শারমিন ও রাবেয়া

ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৫, ২০২৫, ১৭:৫১:১৯

96
  • ছবি: ইন্টারনেট

নারী বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটের সঙ্গে খেলছে বাংলাদেশ দল। এরইমধ্যে টানা জয়ের পর নিগার সুলতানা জ্যোতির দল বিশ্বকাপ নিশ্চিতের পথে কিছুটা এগিয়ে গেছে। তারই প্রভাব পড়েছে মেয়েদের আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও। যেখানে বাংলাদেশের চার ক্রিকেটার বড় লাফ দিয়েছেন। 

মঙ্গলবার মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা। আর বোলারদের র‌্যাঙ্কিংয়ে রাবেয়া খান ও মারুফা আক্তাররাও এগিয়েছেন।

ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠেছেন থাইদের বিপক্ষে ৯০ ছাড়ানো শারমিনও। আইরিশদের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলে রিতু মনিও সামনে এগিয়েছেন। আর বোলিংয়ে ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠেছেন রাবেয়া খান। বোলিংয়ে বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান সাত ধাপ এগিয়ে উঠেছেন ২৩ নম্বরে। এটিই তাঁর সেরা অবস্থান। তিন ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছেন আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন। পেসার মারুফা আক্তার ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬০ নম্বরে।

সবমিলিয়ে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। পরের দুই অবস্থানে যথাক্রমে ন্যাট-শাইভার ব্রান্ট ও স্মৃতি মান্দানা। আর বোলারদের শীর্ষ তিনে অবস্থান সোফি এক্লেস্টোন, অ্যাশলে গার্ডনার ও মেগান শুটের। অস্ট্রেলিয়ার গার্ডনার যথারীতি অলরাউন্ডারদের মধ্যেও শীর্ষে আছেন।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন