মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

খেলা

ভারতের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৫, ২০২৫, ১৭:১০:১১

89
  • ছবি: আইসিসি

বাংলাদেশ সফরে ভারত আসবে আগামী আগস্টে। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। আজ সেই দুটি সিরিজের দিনক্ষণ জানিয়ে দিল বিসিবি। সব ঠিক থাকলে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় দল। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে বাংলাদেশের বিপক্ষে ভারত খেলবে  ১৭ ও ২০ আগস্ট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) শেষ ওয়ানডে ২৩ আগস্ট।

ওয়ানডে শেষে চট্টগ্রামে বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি ২৬ আগস্ট। এরপর দুই দল ঢাকায় ফিরে মিরপুরে শেষ দুই টি-টোয়েন্টি খেলবে ২৯ ও ৩১ আগস্ট। পরদিন ১ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে ভারতীয় দল।

২০২২ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে ভারত। সেবার ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল।

বাংলাদেশ সফরে এবারই প্রথম কোন টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। 

ভারতের বাংলাদেশ সফরের সূচি

১ম ওয়ানডে ১৭ আগস্ট মিরপুর

২য় ওয়ানডে ২০ আগস্ট মিরপুর

৩য় ওয়ানডে ২৩ আগস্ট চট্টগ্রাম

১ম টি-টোয়েন্টি ২৬ আগস্ট   চট্টগ্রাম

২য় টি-টোয়েন্টি ২৯ আগস্ট মিরপুর

৩য় টি-টোয়েন্টি ৩১ আগস্ট মিরপুর

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন