মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

খেলা

পিএসএল অভিষেকেই ৩ উইকেট রিশাদের

ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৪, ২০২৫, ১১:১৭:৪৬

87
  • ছবি: ইন্টারনেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেকেই জাত চেনালেন রিশাদ হোসেন। শনিবার লাহোর কালান্দার্সের ৭৯ রানের জয়ে বাংলাদেশের স্পিনার নেন ৩ উইকেট। 

রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল লাহোরের দলটি। রিশাদের লাহোর ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে করেছিল ৬ উইকেটে ২১৯ রান। ৩৯ বলে ৬৭ রান করেন পাকিস্তান ওপেনার ফখর। ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান বিলিংস ১৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ব্যাটিংয়ে নেমেছিলেন রিশাদও। শেষ ওভারে চতুর্থ বলে উইকেটে গিয়ে ১ বলে ১ রান করেন তিনি।

বল হাতে শনিবার রিশাদ আক্রমণে আসেন সপ্তম ওভারে। ঐ ওভারে তিনি দেন ৭ রান। পরের ওভারের চতুর্থ বলে রাইলি রুশো ছক্কা মেরে দেন রিশাদকে। প্রতিশোধ নিতে অবশ্য একটুকু দেরি করেননি বাংলাদেশের তরুণ স্পিনার। পরের বলেই দ্রুতগতির এক গুগলিতে বোল্ড করে দেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানকে। ফেরার আগে ১৯ বলের ৪৪ রান করেন রুশো। ওটাই শেষ পর্যন্ত কোয়েটার সর্বোচ্চ হয়ে থাকে।

টানা ৪ ওভার বোলিং করা রিশাদ বাকি ২টি উইকেট নেন নিজের শেষ ও দলের ১৩তম ওভারে। প্রথম বলে মোহাম্মদ আমিরকে দারুণ এক লেগ ব্রেকে বোল্ড করেন দেন। এরপর ওভারের চতুর্থ বলে আবরার আহমেদকে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে মোহাম্মদ নাঈমের ক্যাচ বানান রিশাদ। কোয়েটা শেষ পর্যন্ত ১৬.২ ওভারে অলআউট হয় ১৪০ রানে।

রিশাদ ৩ উইকেট নিতে খরচ করেন ৩১ রান। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন