মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

খেলা

তিন ম্যাচ পর জয়ে ফিরল আর্সেনাল

ক্রীড়া ডেস্ক মার্চ ১৬, ২০২৫, ২২:০০:২৩

131
  • ছবি: দ্য গার্ডিয়ান

শুরুর দিকে এগিয়ে যায় আর্সেনাল। এরপর ঘুরে দাঁড়ানোর অনেক সময় পেলেও কাজের কাজ করতে পারেনি চেলসি। যে কারণে প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল মিকেল আর্তেতার দল।

রবিববার অ্যামিরেটস স্টেডিয়ামে লিগ ম্যাচটি ১-০ গোলে জিতেছে আর্সেনাল। একমাত্র গোলটি করেন মিকেল মেরিনো। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হারের পরের দুই ম্যাচে নটিংহ্যাম ফরেস্ট ও ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে পয়েন্ট হারায় আর্সেনাল। অবশেষে, লিগে টানা তিন ম্যাচের হতাশার পর জয়ের পথে ফিরতে পারল তারা। লিগ টেবিলে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধানও কমাল গত দুইবারের রানার্সআপরা। ২৯ ম্যাচে ১৬ জয় ও ১০ ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
 
অ্যামিরেটস স্টেডিয়ামে রবিবার শুরু থেকেই দারুণ খেলে আর্সেনাল। এ সুবাদে এগিয়ে যাওয়ার দারুণ সব সুযোগ তৈরি করে তারা। শেষ পর্যন্ত ম্যাচের  ২০তম মিনিটে এগিয়ে যায়  মিকেল আর্তেতার দল। মার্টিন ওডেগোরের কর্নারে হেডে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো।
 
ধীরে ধীরে গুছিয়ে ওঠা চেলসি ৩৭তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিতে পারে। মার্ক কুকুরেইয়ার শট সোজাসুজি হওয়া সত্ত্বেও ধরতে গিয়ে তালগোল পাকান দাভিদ রায়া, বল তার হাত ফসকে দূরের পোস্টের পাশ দিয়ে বেরিয়ে গেলে বেঁচে যায় আর্সেনাল।
 
৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মেরিনো। তার ভলি একেবারে গোললাইন থেকে কোনোমতে আটকান গোলরক্ষক রবের্ত সানচেস। বাকি সময়ে চেলসি পারেনি উল্লেখযোগ্য কিছু করতে। লিগে অ্যাওয়ে ম্যাচে তাদের বাজে পথচলা আরও লম্বা হলো; প্রতিপক্ষের মাঠে সবশেষ ছয় ম্যাচের চারটিতে হারল তারা, অন্য দুটি ড্র।
 
২৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। তাদের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে নটিংহ্যাম ফরেস্ট। চেলসির চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার সিটি।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন