মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

খেলা

আইপিএল: শুরুতে বুমরাহকে পাওয়া নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক মার্চ ১৪, ২০২৫, ২১:২৫:৩৩

96
  • ছবি: ইন্টারনেট

পিঠের চোটের কারণে গত জানুয়ারি থেকেই মাঠের বাইরে জাসপ্রিত বুমরাহ। যে কারনে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবারের আইপিএলের শুরুর দিকে থাকছেন না তিনি। পুরোপুরি সেরে উঠার পথে থাকা বুমরাহ বিসিসিআইয়ের বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সের মেডিকেল টিমের ছাড়পত্রের সাপেক্ষে এপ্রিলের শুরুতে স্কোয়াডে যোগ দেবেন। 

গত ৪ জানুয়ারি সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিনে চোট পেয়েছিলেন বুমরাহ। তাই চ্যাম্পিয়নস ট্রফিও খেলতে পারেননি। তাকে ছাড়াই চলতি মাসের শুরুতে ভারত জিতেছে।

বর্তমানে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন বুমরাহ। এখনও তাই মাঠে ফেরার নির্দিষ্ট দিনক্ষণও জানানো হয়নি।

২০২৩ সালের মার্চ মাসে বুমরাহর পিঠে অস্ত্রোপচার হয়েছিল। তারপর এই প্রথম পিঠে চোট পেয়েছেন তিনি। গত কয়েক বছর ধরে মুম্বাইয়ের বোলিং কোচ হিসেবে কাজ করা নিউ জিল্যান্ড ফাস্ট বোলিং গ্রেট শেন বন্ড সম্প্রতি পরামর্শ দিয়েছেন, বুমরাহকে নিয়ে তাড়াহুড়া না করতে। এখন তিনি রাজস্থান রয়্যালসের বোলিং কোচ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন