রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ , ২১ শাওয়াল ১৪৪৬

খেলা

চেনা পরিবেশে ফিরেই মেসির গোল, শেষ আটে মিয়ামি

ক্রীড়া ডেস্ক মার্চ ১৪, ২০২৫, ১১:৫৮:১০

99
  • ছবি: ইন্টারনেট

চোট মুক্ত হয়ে মাঠে ফিরেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি। এর ফলে ক্যাভালিয়েরের বিপক্ষে ইন্টার মিয়ামি জিতেছে ২-০ ব্যবধানে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস  কাপের শেষ আটে পৌঁছে গেছেন মেসিরা।  

জ্যামাইকান দর্শকদের সামনে শুক্রবার বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। শুধু তাই নয় তিনি করেছেন দারুণ এক গোলও। ক্লাবটির হয়ে মেসির গোল সংখ্যা এখন ৩৭। পাশাপাশি মেসির ক্যারিয়ার গোল গিয়ে পৌঁছাল এখন ৮৫৩-তে।  

এরআগে মেসিবিহীন প্রথমার্ধে সুয়ারেজের পেনাল্টি গোলে ৩৭ মিনিটে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। এই এক গোলের লিড নিয়েই এগোতে থাকে খেলা। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা ১-০ ব্যবধানেই হয়তো শেষ হবে। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই সবাইকে মাতিয়ে তোলেন মেসি। সতীর্থ সান্তিয়াগো মোরালেসের পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন সাবেক এই বার্সেলোনা তারকা।  যে কারণে জয়ের মঞ্চটা তাদের প্রস্তুতই ছিল। বাকি সারেন বিরতির পর নেমে মেসি। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন