মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

খেলা

‘আগামী ৮ বছর বিশ্বে রাজত্ব করতে প্রস্তুত ভারত ’

ক্রীড়া ডেস্ক মার্চ ১০, ২০২৫, ২১:৩৫:১৬

111
  • ছবি: ইন্টারনেট

ভারতের বর্তমান দলটি দুর্দান্ত। যার ফল তারা পেয়েছে রবিবার চ্যাম্পিয়নস ট্রফি। এর আগের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও ঘরে তোলে দলটি। সব মিলিয়ে দারুণ সময় পার করছে রোহিত শর্মার দল। ট্রফি জেতার পর ক্যারিয়ারের শেষ দিকে থাকা বিরাট কোহলি বললেন, আগামী ৮ বছর বিশ্ব রাজত্ব করার মত রসদ আছে টিম ইন্ডিয়ার। 

চ্যাম্পিয়নস ট্রফির জয়ের পর ব্রডকাস্টারদের সাথে আলাপকালে কোহলি বলেন, ‘যখন আপনি ছেড়ে যাবেন, আপনি চাইবেন দলকে একটা ভালো অবস্থানে রেখে যেতে। আমার মনে হয় আমাদের যে দল রয়েছে তা আগামী ৮ বছর বিশ্বে রাজত্ব করতে প্রস্তুত আছে। শুবমান দুর্দান্ত ছিল, শ্রেয়াস (আইয়ার) ছিল অসাধারণ, কে এল (লোকেশ রাহুল) অনেক ম্যাচ শেষ করেছে, হার্দিকও (পান্ডিয়া) ব্যাট হাতে দুর্দান্ত ছিল।’

কোহলি আরও বলেন, ‘এটা দারুণ ছিল। কঠিন অস্ট্রেলিয়া সফর শেষে আমরা চেয়েছিলাম বাউন্স ব্যাক করতে। আমরা চেয়েছিলাম বড় টুর্নামেন্ট জিততে শেষ পর্যন্ত আমরা সেটা করতে পেরেছি। ড্রেসিংরুমে এখন অনেক প্রতিভাবান ক্রিকেটার। তারা ম্যাচ এগিয়ে নিয়ে যেতে চাইছে। আমরা (সিনিয়ররা) তাদের সাহায্য করতে পেরেই অনেক খুশি। অভিজ্ঞতা বিনিময় করছি এবং এটাই ভারত দলকে এতটা শক্তিশালী বানিয়েছে। আপনি চাইবেন শিরোপার জন্য খেলতে। চাপের মধ্যে খেলতে এবং দায়িত্ব নিতে। দলের প্রত্যেকে এই টুর্নামেন্টে কখনও না কখনও দায়িত্ব নিয়ে খেলেছে। সবাই অনেক ইমপ্যাক্টফুল পারফরম্যান্স দেখিয়েছে। দারুণ একটি দলের অংশ ছিলাম আমরা, অনুশীলনে আমরা যেমন কাজ করেছি, এটা সত্যিই দারুণ অনুভূতি।’

প্রতিপক্ষ নিউ জিল্যান্ড দলকে নিয়ে কোহলি বলেছেন, ‘(নিউ জিল্যান্ড০ দারুণ দল। আমরা জানতাম তারা তাদের প্লেয়ারদের নিয়ে কী করে দেখাতে পারে এবং প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করতে পারে। যতবারই বড় মঞ্চে তাদের বিরুদ্ধে খেলেছি আমরা জানতাম যে তারা প্ল্যান নিয়ে আসবে। বিশ্বের অন্য কোনো দল তাদের প্ল্যান এত ভালোভাবে কাজে লাগায় না তারা যতটা ভালোভাবে কাজে লাগায়।’

কোহলি আরও বলেন, ‘(নিউজিল্যান্ডের) প্রতিটা ফিল্ডার জানে কোথায় বোলার বল করতে যাচ্ছে, আপনি এটা বুঝতে পারবেন। তারা সবাই বলকে আক্রমণ করে। তারা জানে বোলার এক্যুরেট বোলিং করতে যাচ্ছে। গত কয়েক টুর্নামেন্টে ধারাবাহিক হওয়ার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এর কারণ তাদের স্কিলের প্রতি অনেক বিশ্বাস থাকা এবং তারা যে ধরনের প্রতিভার বিকাশ ঘটিয়েছে সেসব। তারা দুনিয়ার সেরা ফিল্ডিং দল, অনেক কৃতিত্ব দিতে হবে তাদের। তারা কেন দুনিয়ার অন্যতম সেরা দল তারা সেটা প্রমাণ করে যেতে থাকে। আবারও দারুণ একটি ক্যাম্পেইন গেল। খুব খারাপ লাগছে আমার অনেক ভালো একজন বন্ধু কেন উইলিয়ামসনকে হেরে যাওয়া দলে দেখতে। তবে এমনও হয়েছে আমি হেরে যাওয়া দলে ছিলাম কয়েকবার, সে ছিল জয়ী দলে। ফলে আমাদের মধ্যে শুধু ভালোবাসাই আছে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন