মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

খেলা

আবারও ব্রাজিলকে দুঃসংবাদ দিলেন নেইমার

ক্রীড়া ডেস্ক মার্চ ১০, ২০২৫, ২১:২৩:১২

107
  • ছবি: ইন্টারনেট

চোটের সঙ্গে নেইমার সম্পর্কটা বেশ পুরোনো। তবে কয়েকদিন আগেই তিনি সুস্থ হয়ে মাঠের ফুটবলে ফিরেছিলেন। কিন্তু দ্রুত সময়ের মধ্যে আবারও ব্রাজিলকে এ ফরোয়ার্ড দিলেন দুঃসংবাদ।  ঊরুতে অস্বস্তি বোধ করছেন ৩৩ বছর বয়সী তারকা। তাই মাঠের বাইরে তিনি। 

বাংলাদেশ সময় সোমবার ভোরে পাওলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে সান্তোস। তাদেরকে ২-১ গোলে পরাস্ত করেছে করিন্থিয়ান্স। বর্তমান ক্লাবের হার বেঞ্চে বসে দেখেছেন নেইমার। নতুন চোটের কারণে স্কোয়াডেও ছিলেন না তিনি।

নেইমারের চোটের বিষয়ে তার শৈশবের ক্লাব সান্তোসের পক্ষ থেকে নিশ্চিত করে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই লিখেছেন, ‘আমি আজ পুরোপুরিভাবে মাঠে থাকতে চেয়েছিলাম। সতীর্থদের কোনো না কোনোভাবে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত গত বৃহস্পতিবার আমি কিছুটা অস্বস্তি অনুভব করি। আর তাই আজ মাঠে থাকতে পারিনি।’

নেইমার আরও লেখেন, ‘সকালে আমার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করেছি। দুর্ভাগ্যজনকভাবে, এসব ফুটবলের অংশ। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য লড়াই করব।’

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, ঊরুতে অস্বস্তি বোধ করছেন নেইমার। যদিও তার চোট গুরুতর নয় বলেই জানা গেছে। কিন্তু ক্রমাগত চোটের সঙ্গে লড়াই করে যাওয়া এই অভিজ্ঞ ফুটবলারের জন্য এটি আরেকটি বড় ধাক্কা।

চলতি মাসে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২১ মার্চ হোম ম্যাচে কলম্বিয়া ও ২৬ মার্চ অ্যাওয়ে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। সেলেসাওদের স্কোয়াডে ফিরলেও নেইমারকে ওই দুটি ম্যাচে পাওয়া নিয়ে তাই রয়েছে অনিশ্চয়তা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন