সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন কার্তিক

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ২১:৪০:১০

138
  • ছবি: ক্রিকইনফো

শিরোপা জয়ের লক্ষ্যে এবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। যদিও টাইগারদের নিয়ে বাজি ধরার লোক নেই বললেই চলে। তবে ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক  ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বিশেষ আয়োজনে জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলতে পারে টিম টাইগার্স। 

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে, ডার্ক হর্স কে, সর্বোচ্চ রান করতে পারেন কে—সাবেক ক্রিকেটার, সাংবাদিক ও ধারাভাষ্যকারদের নিয়ে নিজেদের ইউটিউব চ্যানেলে এসব ভবিষ্যদ্বাণীর আয়োজন করেছে ক্রিকবাজ। সেখানে বাংলাদেশকে নিয়ে আশার কথা বলেছেন মুরালি কার্তিক, ‘বাংলাদেশ। তারা বিপজ্জনক দল।’ এরপর সেমিফাইনালে উঠতে পারে কোন চারটি দল, সে প্রসঙ্গে কার্তিক বলেছেন, ‘ভারত ও বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাও ভালো ক্রিকেট খেলছে। আমার মনে হয় অস্ট্রেলিয়াও (সেমিফাইনালে ওঠার) পথ খুঁজে নেবে।’

চমকে দিতে পারে (ডার্ক হর্স), এমন দল কারা—সে প্রসঙ্গে আফগানিস্তানের নামটা বলেছেন ভারতের সাবেক তিন ক্রিকেটার দীনেশ কার্তিক, বীরেন্দর শেবাগ ও পার্থিব প্যাটেল। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের চোখেও আফগানিস্তান এবার চমকে দিতে পারে। জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেছেন দক্ষিণ আফ্রিকার কথা।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে বুধবার। বৃহস্পতিবার দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন