সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

খেলা

লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে এখন বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ১৪:০৬:৪০

149
  • ছবি: ইন্টারনেট

মঞ্চটা আগেই প্রস্তুত ছিল বার্সেলোনার। বাকি ছিল শুধু মাত্র নিজেদের কাজটা ঠিকমতো করার। সেটাই তারা করতে পেরেছে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের জয়ে। আর তাতেই রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে কাতালানরা। 

জিততে অবশ্য ভায়েকানোর বিপক্ষে ম্যাচে সংগ্রাম করতে হয়েছে বার্সেলোনার। দলটির আক্রমণের বিরুদ্ধে ভায়েকানো প্রতিরোধ গড়েছিল বেশ। তবে এর মধ্যেই ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি পায় বার্সা। স্পট কিকে ভুল করেননি লেভানডোভস্কি। গোল করে এগিয়ে দেন দলকে। 

ভায়েকানো একপর্যায়ে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল, কিন্তু অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। এরপর ম্যাচের বাকি সময় চেষ্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। ম্যাচ শেষ হয় বার্সার ১-০ গোলের জয়ে। এ ২০২৫ সালে ১২ ম্যাচ খেলে এখন পর্যন্ত অপরাজিতই থাকল কাতালান পরাশক্তিরা।

এই জয়ে তিন সপ্তাহ আগেও রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে থাকা বার্সা উঠে এল শীর্ষে । ২৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৫১। সমান ম্যাচে রিয়ালের পয়েন্টও ৫১। কিন্তু গোল ব্যবধানে রিয়ালের (‍+২৯) চেয়ে অনেকটাই এগিয়ে আছে বার্সা (‍+৪০)।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন