বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

খেলা

সাবালেঙ্কাকে কাঁদিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কিস

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ২৫, ২০২৫, ২০:২৮:০৪

114
  • ছবি: ইন্টারনেট

টানা দুবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস। যুক্তরাষ্ট্রের নারী খেলোয়াড় ১৪ বছরের চেষ্টায় অবশেষ জিতলেন গ্র্যান্ড স্লাম একক।

শনিবার ২ ঘণ্টা ২ মিনিটের লড়াইয় শেষে শীর্ষ বাছাই সাবালেঙ্কাকে হারান কিস। ২৯ বছর বয়সী কিস প্রথম সেটটি জেতেন ৬-৩ গেমে। তবে সাবালেঙ্কা দ্বিতীয় সেটে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ান। কিসকে ৬-২ গেমে গুঁড়িয়ে দিয়ে হ্যাটট্রিকের স্বপ্নে রং চড়ান সাবালেঙ্কা। তবে রোমাঞ্চকর তৃতীয় সেট শেষে শেষ হাসিটা হাসলেন কিসই। শেষ পয়েন্টটা পেয়েই মুখ ঢেকে ফেলা কিস একটু পরই ছুটে গেলেন স্বামী বিওর্ন ফ্রাতাঞ্জেলোর কাছে। ২০২৩ সালে যিনি কিনা আবার কিসের কোচও।

অস্ট্রেলিয়ান ওপেনে ১৯তম বাছাই হলেও ডব্লুটিএ র‍্যাঙ্কিংয়ে কিস বিশ্বের ১৪ নম্বর খেলোয়াড়। সেই কিস এর আগে একবারই কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে পেরেছিলেন। সেটি ২০১৭ সালের ইউএস ওপেনে। 

সেমিফাইনালে দ্বিতীয় বাছাই, ফাইনালে শীর্ষ বাছাই শিকার—২০০৫ সালের পর অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ দুই বাছাইকে হারানোর কীর্তি গড়লেন কিস। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন