বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

খেলা

পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি নোমানের

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ২৫, ২০২৫, ১৮:২৪:২২

112
  • ছবি: ইন্টারনেট

মুলতানে টেস্টের প্রথম দিনে বল হাতে দাপট দেখালেন নোমান আলী। প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন তিনি। আজ মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সকালে এ ঘটনা ঘটেছে।

শনিবার সকালে বাতাসে একটু জোরের ওপর করা ডেলিভারিতে অ্যাঙ্গেল ব্যাটে ডিফেন্স করতে চাইলেন কেভিন সিনক্লেয়ার। ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় গালিতে। সেখানে থাকা বাবর আজম ঝাঁপিয়ে পড়ে মুঠোয় জমান বল, মাঠে বসেই হাসতে থাকে তিনি। অন্য সব ফিল্ডার তখন ছুটছেন নোমান আলির দিকে। ধারাভাষ্যে ইয়ান বিশপ বললেন, ‘ইট ইজ আ হ্যাটট্রিক ফর নোমান আলি… এই মাইলফলক অর্জন করা প্রথম পাকিস্তানি স্পিনার…।’ পাশ থেকে আমির সোহেল যোগ করলেন, ‘নোমান প্রমাণ করে যাচ্ছে, বয়স স্রেফ একটি সংখ্যা…।”

সিনক্লেয়ারকে শর্ট ফরোয়ার্ডে ক্যাচে পরিণত করার আগের দুই বলে জাস্টিন গ্রিভসকে বাবরের ক্যাচ ও তেভিন ইমলাচকে এলবিডব্লিউতে আউট করেছেন নোমান। টেস্টে পাকিস্তানি বোলারদের মধ্যে এটি ষষ্ঠ হ্যাটট্রিক। তবে আগের পাঁচটিই ছিল পেসারদের। পেস-নির্ভর পাকিস্তানের মাটিতে স্পিনাররা হ্যাটট্রিকই পেলেন মাত্র তৃতীয়বার।

১৯৭৬ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জাভেদ মিয়াঁদাদদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন নিউ জিল্যান্ডের অফ স্পিনার পিটার প্যাথেরিক। এরপর ২০০৩ সালে বাংলাদেশের লেগ স্পিনার অলক কাপালি হ্যাটট্রিক করেন পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামে।

আজকের আগে পাকিস্তানের মাটিতে সর্বশেষ হ্যাটট্রিক দেখা গিয়েছিল ২০২০ সালে। করোনা মহামারির আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টানা তিন বলে উইকেট নেন নাসিম শাহ।  

শনিবার ৩৮ বছর বয়সী নোমানের হ্যাটট্রিকের দিনে ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেননি। হ্যাটট্রিকের কারণে ৪ উইকেটে ৩৮ থেকে ৭ উইকেটে ৩৮ রানে পরিণত হওয়া ওয়েস্ট ইন্ডিজ লেজের ব্যাটারদের নৈপুণ্যে ১৬৩ রানে গুটিয়ে যায়।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন