রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

খেলা

পিএসএলে দল পেলেন নাহিদ রানা, লিটন, রিশাদ

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ১৩, ২০২৫, ১৯:৪৮:৪০

185
  • ছবি: ইন্টারনেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেন বাংলাদেশের নাহিদ রান, লিটন কুমার দাস ও রিশাদ হোসেন।  গোল্ড বিভাগ থেকে প্রথম ডাকেই নাহিদ রানকে কিনে নেয় পেশোয়ার জালমি। কিছুক্ষণ পর একই বিভাগে থাকা লিটন কুমার দাসকে নেয় করাচি কিংস। আর ডায়মন্ড বিভাগ থেকে  রিশাদ হোসেন দলে ভেড়ায় লাহোর কালান্দার্স।

সোমবার লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয় পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। প্লাটিনাম বিভাগে আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে প্রথম ডাকে কেউ তাদের প্রতি আগ্রহ দেখায়নি।

ডায়মন্ড বিভাগে রিশাদের সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়ের নাম। তারাও প্রথম ডাকে দল পাননি। পরে সিলভার বিভাগের তৃতীয় রাউন্ড থেকে রিশাদকে ডেকে নেয় লাহোর।

গোল্ড বিভাগে নাহিদ, লিটনসহ ছিলেন বাংলাদেশের ১১ ক্রিকেটার। প্রথম ডাকে নাহিদ ছাড়া অন্য কারও প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। পরে সিলভার বিভাগের দ্বিতীয় রাউন্ডে লিটনকে দলে নেয় করাচি।

আগামী ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত হওয়ার কথা এবারের পিএসএল। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন