রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

খেলা

ঘরের মাঠে হারে শেষ সিলেটের

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ১৩, ২০২৫, ১৯:১৬:৪৩

162
  • ছবি: ইন্টারনেট

টানা দুই জয়ে অন্যরকম কিছুর ইঙ্গিত দিয়েছিল সিলেট সিক্সার্স। তবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের মাঠে নিজেদের শেষটা সুখকর করে রাখতে পারলো না দলটি। সোমবার চিটাগং কিংসের কাছে দলটি হেরেছে ৩০ রানে। এরফলে টানা তিন জয়ের দেখা পেল বন্দর নগরীর দলটি। 

সোমবার ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৩ রানের বড় পুঁজি গড়েছিল চিটাগং কিংস। জবাবে জর্জ মুনশি ও জাকের আলির ঝোড়ো ইনিংসের পরও সিলেট থেমেছে ৮ উইকেটে ১৭৩ রানে। এ নিয়ে চলমান আসরে জয়ের হ্যাটট্রিক হলো চিটাগাং কিংসের। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে আগে ব্যাটিংয়ে শুরুটা খারাপ হয়নি চিটাগংয়ের। উদ্বোধনী জুটিতে উসমান খান ও পারভেজ হোসেন ইমন তোলেন ৩২ রান। এরপর ১০ বলে ৭ রান করে ফেরেন ইমন। তবে অন্য প্রান্তে আগলে ছিলেন উসমান খান। তাকে দারুণ সঙ্গ দেন গ্রাহাম ক্লার্ক। এক পর্যায়ে উসমান তুলে নেন ফিফটি। যদিও ইনিংস বড় করতে পারেননি তিনি। ৩৫ বলে ৫৩ রান করে আউট হন। অন্যপ্রান্তে তখনো সজোরে ব্যাট চালিয়েছেন ক্লার্ক। তুলে নেন ইনিংসের দ্বিতীয় ফিফটি। ৩৩ বলে ৬০ রানের ঝলমলে এক ইনিংস খেলে ফিরেছেন সাজঘরে।

উসমান-ক্লার্ক কল্যানে ভালো ভিত গড়ে দেওয়ার পর মাঝে অধিনায়ক মিঠুন ও শেষ দিকে ঝড় তুলেছেন হায়দার আলী। ১৮ বলে ৪২ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে থামে চিটাগাং কিংস। সিলেটের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন তানজিম সাকিব। 

২০৪ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। প্রথম ওভারেই কোন রান না করেই ফেরেন ওপেনার পল স্টার্লিং। তিনে নামা জাকির হাসান উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ১৯ বলে ২৫ রান করে। ব্যর্থ হয়েছেন ওপেনার রনি তালুকদারও। পাওয়ারপ্লেতে তিন উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে যায় সিলেট। 

শুরুর ধাক্কা কাটিয়ে দলের হাল ধরার চেষ্টা চালিয়েছেন জর্জ মুনশি। পরে তার সঙ্গে যোগ দেন জাকের আলি অনিকও। টপঅর্ডার ব্যাটারদের ব্যর্থতার মিছিলে গুরুত্বপূর্ণ ফিফটি হাঁকান মুনশি। যদিও ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলে ফিরে গেছেন তিনিও।

যত সময় যাচ্ছিল সিলেটের জয়ের সমীকরণ ততই কঠিন হতে থাকে। শেষ দিকে জাকের আলি রীতিমতো বোলারদের ওপর তান্ডব চালান। শেষ পর্যন্ত ২৩ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তরুণ এই ব্যাটার। তবে তাতে হারের ব্যবধান কমেছে কেবল। শেষ পর্যন্ত ৩০ রানের জয় পায় চট্টগ্রাম। দলটির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ ওয়াসিম। 

সংক্ষিপ্ত স্কোর:

চিটাগং কিংস: ২০ ওভারে ২০৩/৬ (উসমান ৫৩, পারভেজ ৭, ক্লার্ক ৬০, মিঠুন ২৮, হায়দার ৪২, শামীম ১, ওয়াসিম ৩, শরিফুল ১*, নাহিদুল ৪-০-৩০-১, তানজিম ৪-০-৩৮-২, নিহাদউজ্জামান ৪-০-৩৯-০, রুয়েল ৪-০-৪৮-১, জোন্স ১-০-১৬-০, আরিফুল ৩-০-৩০-১)।

সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৭৩/৮ (রনি ৭, স্টার্লিং ০, জাকির ২৫, মানজি ৫২, জোন্স ১৫, জাকের ৪৭*, আরিফুল ১২, তানজিম ০, নাহিদুল ৩, নিহাদউজ্জামান ১*; নাবিল ২-০-২৫-১, শরিফুল ৪-০-৩৪-১, আলিস ৪-০-৩৬-২, খালেদ ৪-০-৩০-১, ওয়াসিম ৪-০-২৫-৩, শামীম ২-০-১৮-০)।

ফল: চিটাগং কিংস ৩০ রানে জয়ী।

ম্যাচসেরা: গ্রাহাম ক্লার্ক।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন