রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

খেলা

তানজিদের ব্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেঞ্চুরি দেখতে চান লিটন

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ১৩, ২০২৫, ১১:০৫:১৬

134
  • ছবি: ইন্টারনেট

অফ ফর্মের কারনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শক হয়েই থাকতে হবে লিটন দাসকে। তবে এ টুর্নামেন্টে বাংলাদেশের জার্সিতে ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে। বর্তমান এই অবস্থার মধ্যেই রবিবার বিপিএল ঢাকা ক্যাপিটালসের জার্সিতে দু’জনের সেঞ্চুরি করে অন্যরকম রেকর্ড গড়েন। এরপরই লিটন আশা প্রকাশ করে বলেন, সতীর্থ তানজিদের ব্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি দেখতে চাই। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২২ গজে রোববার রেকর্ডের পর রেকর্ড গড়েছেন লিটন-তানজিদ। টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিতে ৫৫ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন লিটন। স্রেফ তিন বলের জন্য দুই ব্যাটসম্যান মিলে ২০ ওভার খেলার অনন্য এক কীর্তি গড়া হয়নি। ৬৪ বলে ১০৮ রান করে তানজিদ ফিরেছেন শেষ ওভারে। এই নিয়ে টানা দুটি বিপিএলে শতরানের স্বাদ পেলেন তরুণ ওপেনার।

লিটনের ৪৪ বলের সেঞ্চুরি, একই ইনিংসে দেশের দুই ওপেনারের সেঞ্চুরি, ২৪১ রানের মহাকায় জুটি, দলের ২৫৪ রান, এরকম আরও বেশ কিছু রেকর্ডের জন্ম হয়েছে দুজনের ব্যাটে।

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়ার দিনে সেঞ্চুরি করে অবশ্য আলোচনার আলো বেশি কেড়ে নিয়েছেন লিটন। তবে নিজের সেঞ্চুরির কৃতিত্বের ভাগও তানজিদকে দিলেন লিটন, ‘যখনই কেউ সেঞ্চুরি করে, বড় ইনিংস খেলে, তার সাথে জুটিতে সঙ্গীর ভূমিকা গুরুত্বপূর্ণ। কিছু ওভার দেখবেন আমি আক্রমণ করেছি, কিছু ওভার দেখবেন ও রিঅ্যাক্ট করেছে। যে কারণে মাঝের ওভারে বাড়তি চাপ আসেনি। সহজেই কয়েকটা ওভার সিঙ্গল খেলতে পেরেছি। আমার মনে হয় দুজনই আমরা ভালো ব্যাটিং করেছি, দুইজনই দাপুটে ইনিংস খেলেছি।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের বাইরে থাকলেও তরুণ তানজিদকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি লিটন শুভ কামনা জানালেন বাংলাদেশ দলকেও, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ায় তামিমকে (তানজিদ) অভিনন্দন। চাইব যেন এই পারফরম্যান্সটা ওখানেও দেখাতে পারে। শুধু তামিমই নয়, যেহেতু আমি বাংলাদেশ টিমে খেলি, আমার টিমমেটরা আছে। চাইব তবাংলাদেশ যেন ভালো ফল করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন