বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

খেলা

লিটন-তানজিদের রেকর্ডময় ম্যাচে ঢাকার রেকর্ড ব্যবধানে জয়

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ১২, ২০২৫, ২৩:০৭:০৩

147
  • ছবি: ইন্টারনেট

লিটন দাস ও তানজিদের সেঞ্চুরিতে দুর্বার রাজশাহীর সামনে রান পাহাড় গড়েছিল ঢাকা ক্যাপিটালস। জিততে তাই রাজশাহীরও করতে হতো নতুন ইতিহাস। বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান টপকানো তো দূরে থাক, ঢাকার বোলারদের সামনে রাজশাহীর ব্যাটাররা করেছে অসহায় আত্মসমর্পণ। 
 
রাজশাহীর বিপক্ষে ১৪৯ রানের বিশাল ব্যবধানে জিতেছে ঢাকা। রানের হিসাবে বিপিএলে সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড এটি। ২৫৪ রানের জবাবে ১৫.২ ওভারে ১০৫ রানে অলআউট রাজশাহী।
 
রান তাড়ায় ইনিংসের শুরুতেই বিপদে পড়ে রাজশাহী। প্রথম ওভারের শেষ বলে আবু জায়েদ রাহির বলে উইকেট কিপারের হাতে ধরা পরেন ওপেনার হারিস। তার পরের ওভারেই অধিনায়ক এনামুল হক বিজয় সাজঘরে ফেরেন কোনো রান না করেই। পাওয়ার-প্লেতেই ৪ উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজশাহী। এরপর ইয়াসির আলী রাব্বি ও রায়ান বার্ল দলের মান বাঁচানোর লক্ষ্যে দেখেশুনে খেলতে থাকেন। দলীয় ৬১ রানের মাথায় ১৩ বলে ১৭ করে আউট হন রাব্বি।
 
এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৪৪ বলে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন লিটন। তানজিদ তামিম বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন ৬২ বলে। তাতেই রাজশাহীকে ২৫৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় ঢাকা। যা বিপিএল ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ রান। বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান এখন ঢাকা ক্যাপিটালসের। পেছনে পড়ল ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের ২৩৯ রানের রেকর্ড।
 
বিপিএলে এদিন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি গড়নে লিটন। ক্রিস গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেন মাত্র ৪০ বলে। দুজন যোগ করেন ২৪১ রান। বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও। তানজিদ হাসান ১০৮ করেছেন ৬৪ বলে। যাতে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা। তামিম-লিটনের জুটিও গড়েছে নতুন রেকর্ড। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ জুটি গড়েছেন ঢাকার এই দুই ওপেনার। তামিম ব্যাক্তিগত ১০৮ রানে আউট হওয়ার আগে তাদের জুটি ভাঙ্গে ২০১৭ সালে রংপুরের হয়ে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককলামের ২০১ রানের জুটির রেকর্ড।
 
লিটনের ব্যাট থেকে আসে অপরাজিত ৫৫ বলে ১২৫ রান। ১০ টি চার ও ৯ টি ছয়ে ইনিংটি সাজান লিটন। এ জয়ে টানা ৬ ম্যাচ হারার পর জয়ের মুখ দেখলো  ঢাকা ক্যাপিটালস। তবে জিতলেও পয়েন্ট টেবিলের তলানিতেই থাকতে হচ্ছে ঢাকাকে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন