বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

খেলা

লিটন-তামিমের সেঞ্চুরি, বিপিএলে ইতিহাস

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ১২, ২০২৫, ২১:১৬:১৭

229
  • ছবি: ইন্টারনেট

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি লিটন দাসের। এমন দিনে তিনি ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি করে নির্বাচকদের দিলেন দারুণ জবাব। এদিকে তাকে দুর্দান্ত সঙ্গ দিয়ে সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান তামিম। তাদের ব্যাটে চড়ে রবিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে রান তোলায় ইতিহাস গড়েছে ঢাকা ক্যাপিটালস।   

মাত্র ৪৪ বলে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন লিটন। তানজিদ তামিম বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন ৬২ বলে। আর তাতেই রাজশাহীকে ২৫৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় ঢাকা। যা বিপিএল ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ রান। বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান এখন ঢাকা ক্যাপিটালসের। পেছনে পড়ল ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের ২৩৯ রানের রেকর্ড।
 
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে ঢাকা। এ সুযোগে দলকে দূর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তারা তোলেন ৫৯ রান। এরপর রান তোলার গতি তারা আরও বাড়ান। এক পর্যায়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি করেন লিটন।  মাত্র ৪৪ বলে। যাতে ছিল ৮টি চার ও ৭টি ছয়।  ক্রিস গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেন মাত্র ৪০ বলে। 
 
শেষ ওভারের তৃতীয় বলে তানজিদ তামিমের আউটে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজন যোগ করেন ২৪১ রান। বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও। তানজিদ হাসান ১০৮ করেন ৬৪ বলে। যাতে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা।
 
কেবলমাত্র দলীয় রানেই ইতিহাস হয়েছে এ ম্যাচে তা নয়। তামিম-লিটনের জুটিও গড়েছে নতুন রেকর্ড। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ জুটি গড়েছেন ঢাকার এই দুই ওপেনার। তামিম ব্যাক্তিগত ১০৮ রানে আউট হওয়ার আগে তাদের জুটি ভাঙ্গে ২০১৭ সালে রংপুরের হয়ে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককলামের ২০১ রানের জুটির রেকর্ড। তামিম ও লিটনের গড়েন ২৪১ রানের জুটি।
 
ঢাকার ইনিংসের শেষে লিটনের নামের পাশে ৫৫ বলে ১২৫। ১০টি চার ও ৯টি ছয়খচিত এই ইনিংস বিপিএল ইতিহাসের সেরা ইনিংসগুলোর তালিকার ওপরের দিকেই থাকবে।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন