মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩১ পৌষ ১৪৩১ , ১৪ রজব ১৪৪৬

খেলা

মিলার ঝড়ের পর লিন্ডারের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফিকা

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১১, ২০২৪, ১০:১৭:২১

100
  • ছবি: ইন্টারনেট

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টপ অর্ডরের ব্যর্থতার পর ব্যাট হাতে জ্বলে ওঠেন ডেভিড মিলার। এক প্রান্ত আগলে রেখে ঝড় তোলেন। সেঞ্চুরির আশা জাগিয়েও পারেননি তিনি। এদিকে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত খেলেন জর্জ লিন্ডে। পরে বল হাতেও নিজের কারিশমা দেখান তিনি। তাতে বড় পুঁজি পেয়ে যায় দলটি। জবাব দিতে নেমে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত ব্যাটিং করেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তারপরও তার লড়াই থামিয়ে ঠিকই তিন বছরের বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিতল দক্ষিণ আফ্রিকা।

ডারবানে মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার জিতে ১১ রানে। এদিন আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা করে ১৮৩ রান। ৮টি ছক্কা ও ৪টি চারে ৪০ বলে ৮২ রানের ইনিংস খেলেন মিলার। ২৪ বলে ৪ ছক্কা ও ৩ চারে ৪৮ রান করেন লিন্ডা। রান তাড়ায় ইনিংস শুরু করতে নেমে শেষ ওভার পর্যন্ত পাকিস্তানকে লড়াইয়ে রাখেন অধিনায়ক রিজওয়ান। শেষ ওভারে তার বিদায়ের পর ১৭২ রানে থামে সফরকারীরা। মন্থর ব্যাটিংয়ে শুরু করা রিজওয়ান শেষ পর্যন্ত ৫ চার ও ৩ ছক্কায় ৬২ বলে ৭৪ রান করেন।

৬ উইকেট হাতে রেখে পাকিস্তানের দরকার যখন ১৮ বলে ৩৬ রান, অষ্টাদশ ওভারে স্রেফ ৫ রান দিয়ে ৩ উইকেট নেন লিন্ডা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে ২১ রানে তার শিকার ৪ উইকেট।

কিংসমিডে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম চার ওভারের মধ্যে ২৮ রানে ওপরের তিন ব্যাটসম্যানকে হারায় দক্ষিণ আফ্রিকা। রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডাসেন ও ম্যাথু ব্রিটস্কির কেউ দুই অঙ্কে যেতে পারেননি। তবে চতুর্থ উইকেটে মিলার ও ভারপ্রাপ্ত অধিনায়ক হাইনরিখ ক্লসেন মিলে গড়েন ৪৩ রানের জুটি। ক্লসেন বিদায় নেন একটি ছক্কায় ১২ রান করে। টিকতে পারেননি ডোনোভান ফেরেইরা।

অনেকটা একাই দলকে টানেন মিলার। সেঞ্চুরির সম্ভাবনাও জাগান বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে আক্রমণে ফিরে তার ঝড় থামান শাহিন শাহ আফ্রিদি।

দ্রুত আরও দুই উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকা ১৮৩ পর্যন্ত যেতে পারে লিন্ডার সৌজন্যে। শেষ ওভারে স্পিনার সুফিয়ান মুকিমকে তিনটি ছক্কা মারেন তিনি। নবম উইকেটে কিউনা মাফাকার সঙ্গে ২৪ বলে ৪২ রানের জুটিতে লিন্ডার অবদান ২৯।

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও আবরার।

লক্ষ্য তাড়ায় শুরুতে বাবর আজমকে হারায় পাকিস্তান। শূন্য রানে ফেরেন সাবেক অধিনায়ক। তিনে নামা সাইম আইয়ুবকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটিতে দলকে এগিয়ে নেন রিজওয়ান। ১৫ বলে ৭ চারে ৩১ রান করে বিদায় নেন সাইম। চারে নেমে টিকতে পারেননি উসমান খান। তাইয়াব তাহির ফেরেন ১৮ বলে ১৮ রান করে। এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন রিজওয়ান।

শেষ পাঁচ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৭৩ রান, শেষ ৪ ওভারে যা দাঁড়ায় ৬০। নাটকীয় সপ্তদশ ওভারে মাফাকা দেন মোট ২৪ রান। পরের ওভারে লিন্ডার দারুণ বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ।

১৯তম ওভারে তিনটি চারে ১২ রান নিয়ে আশা বাঁচিয়ে রাখেন রিজওয়ান। শেষ ওভারে ১৯ রানের প্রয়োজনে দ্বিতীয় বলে তাকে ফিরিয়ে জয়ের পথে মূল বাধা দূর করেন মাফাকা।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শুক্রবার।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৮৩/৯ (হেনড্রিকস ৮, ফন ডাসেন ০, ব্রিটস্কি ৮, মিলার ৮২, ক্লসেন ১২, ফেরেইরা ৭, লিন্ডা ৪৮, সিমেলানে ১, পিটার ৩, মাফাকা ১২*; শাহিন আফ্রিদি ৪-০-২২-৩, আবরার ৪-০-৩৭-৩, রউফ ৪-০-৪১-৩, আব্বাস আফ্রিদি ৪-০-৩০-২, মুকিম ৪-০-৫৩-১)

পাকিস্তান: ২০ ওভারে ১৭২/৮ (রিজওয়ান ৭৪, বাবর ০, সাইম ৩১, উসমান ৯, তাহির ১৮, শাহিন আফ্রিদি ৯, ইরফান ১, আব্বাস আফ্রিদি ০, রউফ ২*, মুকিম ৫*; মাফাকা ৪-০-৩৯-২, বার্টম্যান ৪-০-২৬-১, সিমেলানে ৪-০-৪৪-১, পিটার ৪-০-২৯-০, লিন্ডা ৪-০-২১-৪)

ফল: দক্ষিণ আফ্রিকা ১১ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে প্রথমটির পর ১-০তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

ম্যাচসেরা: জর্জ লিন্ডা

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন