মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ঢাকায়

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৯, ২০২৪, ১৯:৫৬:১৯

118
  • ছবি: ইন্টারনেট

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। এ টুর্নামেন্টে অংশগ্রহন করবে ৮টি দেশ। তবে ভারত বাদে সব দেশেই পাকিস্তানে খেলতে আপত্তি নেই। তাই এ টুর্নামেন্টের ভাগ্য এখনও ঝুলে আছে। তারপরও এই অনিশ্চয়তার মাঝেই আইসিসি শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার বিশ্ব ভ্রমণ। এর অংশ হিসেবে আজ বাংলাদেশে এসে পৌঁছেছে টুর্নামেন্টটির সুদৃশ্য শিরোপা।

সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকায় পৌঁছায় ট্রফিটি। প্রথম দিন কোনো আনুষ্ঠানিক কার্যক্রম না থাকলেও মঙ্গলবার থেকে শুরু হবে প্রদর্শনী। সকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে ট্রফি নিয়ে যাওয়া হবে। এরপর বিকেলে ট্রফিটি নিয়ে যাওয়া হবে কক্সবাজার।

বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে (সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ট্রফির প্রদর্শনী। সেদিন সন্ধ্যায় ট্রফিটি ঢাকায় ফিরে আসবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিটি বসুন্ধরা সিটি শপিং মলে প্রদর্শিত হবে বৃহস্পতিবার  সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। সাধারণ মানুষ দেখতে পারবেন ট্রফিটি। শুক্রবার ট্রফি যাবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এটা উন্মুক্ত থাকবে জাতীয় নারী ও পুরুষ দলের ক্রিকেটার, সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক এবং সংবাদকর্মীদের জন্য।

বাংলাদেশ সফর শেষ করে ট্রফি চলে যাবে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকা থেকে এটা অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ঘুরে টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তানে পৌঁছাবে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন