মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা

যুব ক্রিকেটারদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৯, ২০২৪, ১৯:০৩:৫১

190
  • ছবি: ইন্টারনেট

ভারতকে হারিয়ে রবিবার টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। তাদের এই সাফল্যে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

যুব এশিয়া কাপের ফাইনালে রবিবার ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা উৎসব করে বাংলাদেশ। এরআগে গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। 

অতীতে এমন উদাহরণ খুব বেশি না থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে জয়ী দলকে আর্থিক পুরস্কার দেওয়ার রীতি পালন করছে অনেক সংস্থাই। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এনএসসি অন্যতম। গত মাসে সাফজয়ী নারী দলকে এক কোটি টাকা করে পুরস্কার দেয় তারা। 

কদিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এনএসসি। যুব হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় দলটিকে এই পুরস্কার দেওয়া হয়। এবার অনূর্ধ্ব-১৯ দলের জন্য আরও বড় পরিমাণের পুরস্কার ঘোষণা করা হলো। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন