মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশের সামনে এবার ‘টানা পাঁচ’ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৮, ২০২৪, ১২:৫২:০৩

183
  • ছবি: ইন্টারনেট

টেস্টে যেমনই হোক ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের পরিসংখ্যান দেখলে টাইগাররা এগিয়ে। এখন পর্যন্ত দুই দলের দ্বিপাক্ষিক ১১  সিরিজের ৬টি জিতেছে বাংলাদেশ। টানা জিতেছে তারা সবশেষ চারটি। এর মধ্যে দুটি ছিল ওয়েস্ট ইন্ডিজে গিয়ে। ক্যারিবিয়ানে এবার তাই হ্যাটট্রিক সিরিজ জয়ের সুযোগ। সব মিলিয়ে স্বাগতিকদের বিপক্ষে টানা ৫ ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি মেহেদী হাসান মিরাজদের সামনে। 

ওয়েস্ট ইন্ডিজের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশ। ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে বাংলাদেশ, ১২ পয়েন্ট কম নিয়ে দশে ওয়েস্ট ইন্ডিজ। সেটা খুব ভালো করেই জানা ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপের। র‌্যাঙ্কিংয়ে ওপরে থাকা দলকে হারানোর সুযোগটি কাজে লাগাতে চান তারা।

তবে অতীতের পারফরম্যান্স দিয়ে বর্তমানের চ্যালেঞ্জ উতরানোর যে সুযোগ নেই, দলকে সেটি মনে করিয়ে দিয়েছেন মিরাজ। অনুশীলনে অধিনায়ক সতীর্থদেরকে বলেছেন, সাফল্যের জন্য প্রয়োজন একতাবদ্ধ পারফরম্যান্স, ‘আমর বিগত দিনে কী খেলেছি না খেলেছি, এটার মূল্য এখানে নেই। আমাদের জন্য ভালো একটা সুযোগ আছে। আমরা সবাই সবার পাশে থাকব। সবাই যখন সবাইকে সাপোর্ট করব, দল হিসেবে খেলতে পারব, আমরা ভালো ফল পাব।’

টেস্টের মতো ওয়ানডেতেও নিয়োমিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাবে না বাংলাদেশ। তার জায়গায় নেতৃত্ব দেবেন টেস্টের মতই মেহেদী হাসান মিরাজ। এদিকে বড় শূন্যতা চোটের কারণে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ তাওহিদ হৃদয়ের না থাকাও। ব্যাটিং লাইন আপের সামনে তাই অপেক্ষায় বড় চ্যালেঞ্জ। দেশের রাজনৈতিক পালাবদলের কারণে সৃষ্ট বাস্তবতার কারণে সাকিব আল হাসানের অনুপস্থিতি তো আছেই।

বাংলাদেশের ব্যাটিংয়ের পরীক্ষা নেয়ার আগে অবশ্য ক্যারিবিয়ান বোলিং আক্রমণের শক্তি খর্ব হয়েছে। চোটের কারণে ছিটকে গেছেন শামার জোসেফ ও সবশেষ ইংল্যান্ড সিরিজে ম্যান অব দা সিরিজ হওয়া ম্যাথু ফোর্ড। তাদের জায়গায় নেয়া হয়েছে নবীন মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডসকে। সিরিজ শুরুর আগের দিন অসুস্থতার কারণে বাইরে চলে গেছেন আক্রমণাত্মক ব্যাটসম্যান শিমরন হেটমায়ারও। তার বদলে দলে ফিরেছেন আলিক আথানেজ।

তাই অধিনায়ক শেই হোপ অবশ্য তার পরও আত্মবিশ্বাসী, গত কয়েক মাসে প্রচুর ক্রিকেট খেলেছি আমরা এবং বেশ সফলও হয়েছি। বেশির ভাগ সময় আমরা ‘সলিড’ ক্রিকেট খেলেছি। দল হিসেবে আমাদেরকে আরেকটু ধারাবাহিক হতে হবে। তবে প্রস্তুতি ভালো হয়েছে, শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছি। ছেলেরা মাঠে নামতে মুখিয়ে আছে।’

বাংলাদেশের বিপক্ষে টানা সিরিজ হারের চক্র থেকে বের হওয়ার তাগিদ তো আছেই, শেই হোপ চোখ রাখছেন র‌্যাঙ্কিংয়েও। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ধাপ পেয়ে ওপরে উঠতে চান তারা। বাংলাদেশকে হারিয়ে ছুটতে চান তারা সেই পথে, ‘সবসময়ই বলে আসছি, প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। র‌্যাঙ্কিংয়ের সিড়ি বেয়ে আমরা ওপরে উঠতে চাই এবং সেটা করতে হলে দল হিসেবে আমাদেরকে আরও অনেক ধারাবাহিক হতে হবে। যে সামর্থ্যের ক্রিকেটার এখন আমাদের আছে, অভিজ্ঞতা ক্রিকেটাররা নিজেদের মেলে ধরছে দারুণভাবে।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই শুরু রোববার। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।  সিরিজের পরের দুই ম্যাচ মঙ্গলবার ও বৃহস্পতিবার।

নিউজজি/সিআর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন