বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

খেলা

স্টার্কের ছোবলে গোলাপি টেস্টের শুরুতেই বিপদে ভারত

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৬, ২০২৪, ২০:৫৯:২৬

97
  • ছবি: ইন্টারনেট

অ্যাডিলেডে গোলাপি টেস্টর প্রথম দিনেই শুরু থেকেই বল হাতে আগুন ঝরালেন মিচেল স্টার্ক। প্রথম বলেই যশস্বী জয়সোয়ালকে ফেরান সাজঘরে। এরপর আরও ৫বার সতীর্থদের আনন্দে মাতান এ পেসার। শেষ পর্যন্ত তার ছোবলে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৮০ রানে। রে ব্যাটিংয়ে নেমে ন্যাথান ম্যাকসুয়েনি ও মার্নাস লাবুশেনের দৃঢ়তায় ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। আর ৯৪ রানে পিছিয়ে তারা।

ভারতের বিপক্ষে পার্থ টেস্টে স্রেফ ৩ উইকেট নেওয়া স্টার্ক এবার প্রথম ইনিংসেই জ্বলে উঠে ৪৮ রানে নেন ৬ উইকেট। ক্যারিয়ারে আরও চারবার সর্বোচ্চ ৬ উইকেট নিলেও এর চেয়ে কম রানে পাননি একবারও। ভারতের বিপক্ষে এটি তার প্রথম পাঁচ উইকেট, সব মিলিয়ে ১৫তম।

গোলাপি বলে এই নিয়ে চতুর্থবার ইনিংসে পাঁচ শিকার ধরলেন স্টার্ক। দুইবারের বেশি নেই অন্য কোনো বোলারের। দিবা-রাত্রির টেস্টে তার উইকেট হলো ৭২টি। ৫০ উইকেটও নেই আর কারও।

অ্যাডিলেডের উইকেটে সবুজ ঘাস। আগে থেকেই তাই ধারনা ছিল বাড়তি সুবিধা পাবে পেসাররা। যার প্রমান পাওয়া যায় ভারতের ইনিংসের প্রথম বলেই। স্টার্কের ছোবলে ব্যাটিং ধসে পড়া ভারতের ইনিংসে ফিফটি করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৪২ রান আসে নিতিশ কুমার রেড্ডির ব্যাট থেকে। সফরকারীদের ইনিংসে পঞ্চাশ ছোঁয়া জুটি কেবল একটি, দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুল ও শুবমান গিলের ৬৯।

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ফিল হিউজের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ম্যাচে নানা আয়োজন রাখে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৪ সালের ২৭ নভেম্বর পরলোকে পাড়ি জমান হিউজ। গত সপ্তাহে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ইয়ান রেডপাথও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাদের স্মরণে ম্যাচটি কালো ব্যান্ড পরে খেলছেন স্টার্ক-কামিন্সরা।

শুক্রবার ম্যাচের প্রথম বলেই জয়সোয়ালকে এলবিডব্লিউ করে স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতান স্টার্ক। এনিয়ে তিনবার টেস্টের প্রথম বলে উইকেট নিলেন তিনি। টেস্ট ইতিহাসে এই নজির তার চেয়ে বেশিবার নেই আর কারও। তার মতো তিনবার এই স্বাদ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি পেসার পেদ্রো কলিন্সও।

নিজের প্রথম বলে ভাগ্যের ছোঁয়ায় আর প্রতিপক্ষের ভুলে উইকেট পেতে পারতেন এক বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নামা স্কট বোল্যান্ডও। ওই ওভারেই আরেক দফায় জীবন পান রাহুল। এবার ভারতীয় ওপেনারের ক্যাচ স্লিপে নিতে পারেন উসমান খাজা। বেঁচে গিয়ে শুবমান গিলকে নিয়ে প্রতিরোধ গড়েন রাহুল। দুজনের ব্যাটে আসতে থাকে রান।

দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে জমে ওঠা জুটি ভাঙেন স্টার্ক। ৬ চারে ৩৭ রান করা রাহুলকে ফেরান তিনি। নিজের পরের ওভারে প্রায় একই ধরনের ডেলিভারিতে বিরাট কোহলিকে তুরে নেন তিনি। আগের টেস্টের সেঞ্চুরিয়ান ফেরেন ৭ রানে। পরের ওভারে বোল্যান্ডের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ৫ চারে ৩১ রান করা গিল। ৪ উইকেটে ৮২ রান নিয়ে প্রথম সেশন শেষ করে ভারত।

বিরতির পর বোল্যান্ডের বলে রিশাভ পান্তের কঠিন ক্যাচ মুঠোয় জমাতে পারেননি গালির ফিল্ডার ন্যাথান ম্যাকসুয়েনি। তিন বল পর, ছয়ে নামা রোহিত শার্মাকে এলবিডব্লিউ করে সেই আক্ষেপ ঘোচান বোল্যান্ড। ৩ রানে জীবন পাওয়া পান্তকে ২১ রানে ফিরিয়ে দেন প্যাট কামিন্স।

পাল্টা আক্রমণে দ্রুত রান বাড়াতে শুরু করেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় স্পেলে এসে প্রথম ওভারেই জোড়া শিকার ধরেন স্টার্ক। অশ্বিনকে ফেরানোর দুই বল পর হার্শিত রানাকে বোল্ড করে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।

তখন ৩০ বলে ১১ রানে খেলছিলেন নিতিশ। পরে দ্রুত রান বাড়ানো শুরু করেন তিনি। স্টার্ককে একটি ছক্কার পর বোল্যান্ডের ওভারে দুই ছক্কার সঙ্গে মারেন এক চার। কামিন্সের বলে বুমরাহর বিদায়ের পরের ওভারে নিতিশকে থামিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন স্টার্ক।

ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া সপ্তম ওভারে হারাতে পারত উইকেট। কিন্তু বুমরাহর বলে অনেকটা লাফিয়েও ম্যাকসুয়েনির ক্যাচ নিতে পারেননি পান্ত। তখন ৩ রানে খেলছিলেন অস্ট্রেলিয়ার নতুন ওপেনার। বুমরাহই অবশ্য ভারতকে এনে দেন দিনের একমাত্র সাফল্য। তার চমৎকার ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন খাওয়াজা। এরপর ধৈর্যশীল ব্যাটিংয়ে ২২ ওভার কাটিয়ে দেন ম্যাকসুয়েনি ও লাবুশেন।

৬ চারে ৩৮ রানে খেলছেন ম্যাকসুয়েনি, ৩ চারে ২০ রানে অপরাজিত লাবুশেন। দুজনের অবিচ্ছিন্ন জুটি ৬২ রানের।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৪৪.১ ওভারে ১৮০ (জয়সোয়াল ০, রাহুল ৩৭, গিল ৩১, কোহলি ৭, পান্ত ২১, রোহিত ৩, নিতিশ ৪২, অশ্বিন ২২, হার্শিত ০, বুমরাহ ০, সিরাজ ৪*; স্টার্ক ১৪.১-২-৪৮-৬, কামিন্স ১২-৪-৪১-২, বোল্যান্ড ১৩-০-৫৪-২, লায়ন ১-০-৬-০, মার্শ ৪-০-২৬-০)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৩ ওভারে ৮৬/১ (খাজা ১৩, ম্যাকসুয়েনি ৩৮*, লাবুশেন ২০*; বুমরাহ ১১-৪-১৩-১, সিরাজ ১০-৩-২৯-০, হার্শিত ৮-২-১৮-০, নিতিশ ৩-১-১২-০, অশ্বিন ১-১-০-০)

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন