বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

খেলা

পাকিস্তানকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৬, ২০২৪, ১৭:১৪:২৬

187
  • ছবি: ইন্টারনেট

ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যটা নাগালেই মধ্যে রাখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে শুরুটা ভাল না হলেও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ঝোড়ো ফিফটিতে অভিষ্ট লক্ষের পথে হাঁটে যুবারা। শেষ পর্যন্ত ১৬৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে তারা। এরফেলে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠে গেল লাল-সবুজের প্রতিনিধিরা। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১১৬ রানেই গুটিয়ে দেয় যুব টাইগাররা। জবাব দিতে নেমে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ঝোড়ো ফিফটিতে ১৬৭ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৪২ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬৭ রানে অপরাজিত থাকেন আজিজুল। 

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভাল হয়নি বাংলাদেশের।  ষষ্ঠ ওভারে দলীয় ২০ রানে আউট হয়ে যান ওপেনার কালাম সিদ্দিকী অ্যালেন। ১৪ বল খেলেও তিনি রানের খাতা খুলতে পারেননি। এদিকে আরেক ওপেনার জাওয়াদ আবরারও টেকেনটি বেশিক্ষণ। দলীয় ২৪ রানের সময় ব্যক্তিগত  ১৭ রানে বিদায় নেন তিনি। এরপর দলের হাল ধরেন অধিনায়ক আজিজুল। মোহাম্মদ শিহাব জেমসকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন তিনি। নাভিদ আহমেদের বলে শিহাব জেমস ফিরে গেলে এই জুটি ভাঙে। ফেরার আগে ৩৬ বলে ২৬ রান করেন জেমস। ফলে বাংলাদেশও ওয়ানডে ফরম্যাটের ম্যাচটি মাত্র ২২.১ ওভারেই জিতে যায়।

এরআগে ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা বল হাতে আগুন ছোটান। প্রথম ওভারেই উইকেট তুলে নেন মারুফ মৃধা। পাকিস্তানের দলীয় দুই রানে আউট করেন ওপেনার উসমান খানকে। নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার শাহজাইব খানকেও শূন্য রানে সাজঘরের পথ দেখান এই পেসার। তারপর সাইদ বেগ আর মোহাম্মদ রিয়াজউল্লাহর ব্যাটে কিছুটা সময়ের জন্য ঘুরে দাঁড়ায় পাকিস্তানের যুবারা। তাদের দুজনকেই ফেরান পেসার ইকবাল হোসেন ইমন। ১৮ রানে সাইদ বেগ ফিরলে তাদের ৪৭ রানের জুটি ভাঙে, স্বস্তি ফিরে বাংলাদেশ শিবিরে।

ব্যক্তিগত ২৮ রানে আউট রিয়াজউল্লাহ। তারপর দ্রুত বাকিদের আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশের যুবারা। ৩৭ ওভারের মধ্যে অলআউট হয় পাকিস্তানের যুবারা। ১১৬ রানের বেশি করতে পারেনি তারা। শেষদিকে ফারহান ইউসুফের ৩২ বলে একটি চার ও তিনটি ছক্কায় ৩২ রানের ইনিংসেই মূলত একশ পার করে দলটি। ২৪ রানে চারটি উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন। ২৩ রান খরচায় দুই উইকেট নেন আরেক পেসার মারুফ মৃধা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন