মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা

সাজিদ খান বাদ, টেস্ট দলে ফিরলেন বাবর

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৪, ২০২৪, ১৩:৫৫:২২

142
  • ছবি: ক্রিকইনফো

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন বাবর আজম। তবে তিনি ফিরেছেন আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট দলে। এ সিরিজে অন্য দুই সংস্করণের দলেও আছেন বাবর।

ইংল্যান্ড সিরিজের টেস্ট দল থেকে বাদ পড়া পেসার শাহিন শাহ আফ্রিদিকে অবশ্য দলে ফেরেননি। তবে পাকিস্তানের টেস্ট দলের চমক স্পিনার সাজিদ খানের না থাকা। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পেছনে বড় অবদান ছিল সাজিদের। সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তার হাতেই উঠেছিল। শেষ দুই টেস্টে নেন ১৯ উইকেট। তবে নোমান আলীকে রাখা হয়েছে দলে।

কন্ডিশনের কারণেই বাদ পড়েছেন সাজিদ। কেননা দাক্ষণ আফ্রিকার পিচ পেস বান্ধব। সেখানে অতীত পরিসংখ্যান পেসারদের পক্ষেই কথা বলছে। যে কারণে এ সফরে টেস্টে স্কোয়াড়ে পাকিস্তান শুধুমাত্র একজন স্পিনার নিয়েছে। 

দক্ষিণ আফ্রিকা সফরের তিন সংস্করণের দলে বাবর ছাড়া আছেন মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আগা। নাসিম শাহকে রাখা হয়েছে টেস্ট ও ওয়ানডে দলের স্কোয়াডে। টেস্ট দলে আফ্রিদিকে না রাখার ব্যাখ্যায় তাঁর ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কথা জানিয়েছে পিসিবি। এ ছাড়া ২০২১ সালের পর টেস্ট দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আব্বাস।

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে পাকিস্তান খেলবে টি-টোয়েন্টি। যে সিরিজ শুরু হবে আগামী ১০ ডিসেম্বর। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। যা শেষ হলে আগামী ৩ জানুয়ারি শুরু হবে টেস্ট সিরিজ। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড়:

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন