রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩১ অগ্রহায়ণ ১৪৩১ , ১৩ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা

যুব এশিয়া কাপে দাপুটে শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৯, ২০২৪, ২০:৫০:০০

150
  • ছবি: ইন্টারনেট

আজিজুল হাকিব তামিমের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরে আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমনের পেসের তোপে আফগানিস্তানের ব্যাটারদের দাঁড়াতে দেয়নি জুনিয়র টাইগাররা। যে কারণে যুব এশিয়া কাপের শুরুটা দাপটের সঙ্গেই হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের। 

শুক্রবার আফগানিস্তানকে ৪৯ রানে হারিয়ে এশিয়া কাপের পথচলা শুরু করেছে বাংলাদেশের যুবারা। এদিন আগে ব্যাট করতে নেমে জুনিয়র টাইগাররা নির্ধারিত ৫০ ওভারে করে ২২৮ রান। জবাবে ১৯৩ রানে অল আউট হয় আফগানরা। দুই পেসার আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন নেন তিনটি করে উইকেট। এ ছাড়া দুটি উইকেট নেন আরেক পেসার মারুফ মৃধা। একটি উইকেট গেছে রাফি উজ্জামানের ঝুলিতে। এরআগে ১৩৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেন তামিম। 

মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারায় আফগান যুবারা। দলটির হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেছেন খান আহমাদজাই। এ ছাড়া ৩৪ রান করে ফিরেছেন খান মারুফখিল। দলটির আর কোনো ক্রিকেটারই বলার মতো রান করতে পারেননি।

এর আগে এই ম্যাচে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক আজিজুল হাকিব তামিম। তার সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন সিদ্দিকি আলিন। তবে আর কেউই বলার মতো রান করতে পারেননি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশের আর বড় সংগ্রহ গড়া হয়নি। এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আফগানিস্তান। মাত্র ৩ রানে ওপেনার জাওয়াদ আকবরের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ১৪২ রান যোগ করেন সিদ্দিকি ও অধিনায়ক তামিম। তাদের জুটিতেই বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল বাংলাদেশের যুবারা। সিদ্দিকি ৬৬ রান করে আউট হলে শুরু হয় বাংলাদেশের ব্যাটারদের আসা যাওয়া।

১ ছক্কা আর ৫টি চারে শেষ হয় সিদ্দিকির ইনিংস। এরপর প্রায় একপ্রান্ত আগলে রেখেই খেলেছেন তামিম। তিনি ১৩৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেন। নিচের দিকের কোনো ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। আফগানিস্তানের বোলারদের প্রায় প্রত্যেকেই দুর্দান্ত বোলিং করেছেন।

আব্দুল আজিজ ও নসরতউল্লাহ নুরিস্তানি ও খাতির স্টেনিজাই নিয়েছেন দুটি করে উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ গাজানফার ও খান মারুফখিল। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন