রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩১ অগ্রহায়ণ ১৪৩১ , ১৩ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা

ফিফা বর্ষসেরার লড়াইয়ে মেসি

ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৯, ২০২৪, ২০:২৪:০৮

118
  • ছবি: ইন্টারনেট

চলতি বছর ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি লিওনেল মেসি। তবে এ তারকা ঠিকই ‘দা বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জয়ের দৌড়ে আছেন। তার প্রতিপক্ষ হিসেবে রয়েছেন রদ্রি, কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়রও।

পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে শুক্রবার নিজেদের ওয়েবসাইটে ১১ জনের তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকায় আরও আছেন দানি কার্ভাহাল, আর্লিং হলান্ড, ফেদেরিকো ভালভের্দে, ফ্লোরিয়ান ভিরৎজ, জুড বেলিংহ্যাম, লামিনে ইয়ামাল, টনি ক্রুস। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় করা হয়েছে এই তালিকা।

রেকর্ড আটবারের ব্যালন ডি’র জয়ী মেসি ‘দা বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারও জিতেছেন সর্বোচ্চ তিনবার- ২০১৯, ২০২২ ও ২০২৩ সালে।

ইউরোপ ছেড়ে গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। তার অসাধারণ পারফরম্যান্সে ২০২৩ লিগস কাপ জিতে প্রথমবার বড় কোনো ট্রফি জয়ের স্বাদ পায় ক্লাবটি। দলটির ২০২৪ সাপোর্টার্স শিল্ড জয়েও বড় অবদান রাখেন মেসি। মেজর লিগ সকারের দুটি বড় শিরোপার একটি এই সাপোর্টার্স শিল্ড। নিয়মিত মৌসুমে ৩৪ ম্যাচের লিগজুড়ে সামগ্রিক পারফরম্যান্সে সবচেয়ে ধারাবাহিক দল পায় এই ট্রফি। আরেকটি ট্রফি হলো এমএলএস কাপ, যেখানে প্লে-অফে হেরে যায় মায়ামি।

জাতীয় দলের হয়ে ২০২৪ সালের কোপা আমেরিকা শিরোপা জেতেন মেসি। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সর্বোচ্চ ৬ গোল করে বছর শেষ করেন তিনি।

আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা।

১১ জনের তালিকা:

দানি কার্ভাহাল (স্পেন/রিয়াল মাদ্রিদ)

আর্লিং হলান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি)

ফেদেরিকো ভালভের্দে (উরুগুয়ে/রিয়াল মাদ্রিদ)

ফ্লোরিয়ান ভিরৎজ (জার্মানি/বায়ার লেভারকুজেন)

জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ)

কিলিয়ান এমবাপে (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)

লামিনে ইয়ামাল (স্পেন/বার্সেলোনা)

লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মিয়ামি)

রদ্রি (স্পেন/ম্যানচেস্টার সিটি)

টনি ক্রুস (জার্মানি/রিয়াল মাদ্রিদ)

ভিনিসিউস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন